(দশম পর্ব) - Tips Zone Tuners এর মত খুব সুন্দর একটি Blog Site তৈরি করুন। [Update-2018]
আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই তারা নিচ থেকে দেখে নিন।
আমরা গত পর্বে Blogger এর Settings Option এর কাজ দেখেছিলাম। আজ আমরা Blogger এর Reading List ও Help Option এর কাজ করেছিলাম।
আজ আমাদের শেষ পর্ব । আজ আমরা Layout Option এর Advance কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। যেমনঃ Menu এর মধ্যে Dropdown Button এবং Follow Link, Social Link ইত্যাদি।
প্রথমত Dropdown Button তৈরি করার জন্য আপনাকে Button গুলোর Page তৈরি করে নিতে হবে।
যেমনঃ আমি Contact Me ও About Me নামের Page তৈরি করেছি। আপনি চাইলে যে কোন Page তৈরি করতে পারেন Button এর জন্য। এরপর Page গুলো তৈরি করার পর Page গুলো এক একটি View করে Link Copy করতে হবে।
Menu:
তারপর Layout এ গেলে দেখবেন Menu নামে একটি Gadget থাকবে। ওখান থেকে Edit এ Click করতে হবে। নিচের ছবিগুলো দেখুনঃ
এরপর দেখবেন কিছু Menu যে গুলো Theme এ Automatically দেওয়া আছে। এবার আপনাকে ঐ Menu গুলো থেকে যে গুলো রাখবেন সে গুলো Edit করে বাকি গুলো Delete করে দিন।
আপনি যে গুলো Edit করবেন সে গুলো Edit এ click করলে দেখবেন দুটি ঘর আসছে প্রথমটি Name এবং দ্বিতীয়টি URL.
এবার আপনাকে Name এর মধ্যে আপনার তৈরি করা Page এর Name দিন এবং URL এর মধ্যে আপনার তৈরি করা Page এর URL টি Copy করে Paste করার পর Save Button এ Click করুন।
এরপর আবার Save Button এ Click করুন। ঠিক একই রকম ভাবে আপনার সবগুলো Page কে এভাবে Set করতে হবে। যে Menu গুলো আছে সে Menu ছাড়াও আপনি চাইলে আর কিছু Menu তৈরি করে Link বসিয়ে Button তৈরি করতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে যে কোন Menu কে উপরে নিচে নিতে পারবেন Delete এর পাশে চিহ্নটি ব্যবহার করে। নিচের স্ক্রিনশট গুলো দেখুনঃ
এরপর Menu এর কাজ শেষ করার পর Save Arrangement Button এ Click করতে হবে। নিচের স্ক্রিনশটটির মতঃ
Social:
ঠিক এই ভাবে আপনি Top এবং Footer এর Social Link গুলো বসাতে পারবেন। নিচের ছবিগুলো দেখুনঃ
এরপর Social এর কাজ শেষ করার পর উপরের মত Save Arrangement Button এ Click করতে হবে। নিচের স্ক্রিনশটটির মতঃ
Follow:
এরপর Follow Gadget এর মধ্যে আপনাকে আপনার সবগুলো Social Link একটি একটি করে Copy করে # এর চিহ্নের মধ্যে Paste করে Save Button এ Click করতে হবে। নিচের ছবিগুলো দেখুনঃ
এরপর আপনার Site টি View করলে দেখবেন সম্পূর্ণ Tips Zone Tuners এর মতই আপনার Blog Site টি দেখাচ্ছে।
আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে কোন এক সময় অন্য কোন Tune নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় Tips Zone Tuners এর পাশে থাকুন।
”ধন্যবাদ সাবইকে”
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.