(দ্বিতীয় পর্ব) - Tips Zone Tuners এর মত খুব সুন্দর একটি Blog Site তৈরি করুন। [Update-2018]
আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে Blogger এ Blog site তৈরি করা যায় এবং তৈরি করেছিলাম।
আজ আমরা দেখবো যে কিভাবে Blogger এ Post করা যায় এবং Post করার Advance Option গুলি সম্পর্কে জানবো। তাহলে চলুন শুরু করা যাক....
আপনাকে প্রথমে Blogger.com Site এ যেতে হবে। এরপর দেখুন Posts নামের একটি Option আছে। ওখান থেকে আপনাকে New Posts Button এ click করতে হবে অথবা, Create a new post Option টি দেখতে পাবেন। ওখানে click করতে হবে। নিচের ছবিটি দেখুনঃ-
এরপর যে page টি আসবে ঐ page এ আপনি নিচের নামগুলোর ছবি দেখতে পাবেন -
- Post Title
- Font
- Font Size
- Format
- Bold
- Italic
- Underline
- Strike-through
- Text-color
- Text Background color
- Link
- Insert image
- Insert video
- Insert Special Characters
- Insert Jump Break
- Alignment
- Numbered list
- Bullet list
- Quote
- Remove Formatting
- Check Spelling
- Transliterate Words
- Choose Transliteration language
- Left-to-right
- Right-to-left etc
এই Option গুলো ব্যবাহর করে Post তৈরি করতে হবে। এছাড়াও ডান পাশে আছে Labels, Schedule, Permalink, Location, Options etc এগুলো হল আপনার Post এর Settings এই সকল বিষয় ব্যবহার করে তৈরি করা হবে প্রত্যেকটি Post.
এবার আমরা এক একটি করে জানবো এবং দেখবো যে কোথায় কি ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়। যার ফলে যে কোন Post তৈরি করা যায়।
1. Post Title : এটি হল Post এর Title বা শিরোনাম যা প্রত্যেকটি Post এর Title বা শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়।
2. Font: এটি সাধারণত Font এর Style এর জন্য ব্যবহার করা হয়।
3. Font Size: এটি Font এর Size এর জন্য ব্যবহৃত হয়। যেমনঃ Smallest, Small, Normal, Large, Largest etc. সবচেয়ে ব্যবহার করা হয় Normal Font Size টি।
4. Format: এটি Post এর Heading, Subheading, Minor heading, Normal ইত্যাদি ব্যবহার করে Post কে সুন্দর করা হয় এবং H1-H6 tag SEO এর একটি Ranking Factor.
5. Bold: এটি ব্যবহার করে Font কে গাঢ় করা হয় যা দেখতে আকর্ষণ লাগে।
6. Italic: এটি ব্যবহার করলে Font কে হালকা বাঁকানো রূপে দেখা যায়।
7. Underline: এটি ব্যবহার করলে Font এর নিচে একটি নিম্নরেখা দাগ পড়ে। যাকে আমরা underline বরে থাকি।
8. Strike-through: এটি ব্যবহার করলে যে কোন Font এর মাঝখানে একটি দাড় পড়ে।
9. Text-color: এটি ব্যবহার করা হয় সাধারণত যে কোন Font কে রঙ্গিন করার জন্য।
10. Text Background color: এটি ব্যবহার করা য় সাধারণত যে কোন Font এর পিছনের অংশ বা Background কে রঙ্গিন করার জন্য।
নিচের ছবিটি দেখুনঃ-
11. Link: এটি ব্যবহার করা হয় সাধারণত যে কোন Website বা Webpage এর Url দেওয়ার জন্য। যাতে করে এই Url বা Link এ click করলে ঐ Url বা Link ব্যবহৃত Site বা Page এ চলে যায়।
নিচের ছবিটি দেখুনঃ-
12. Insert image: এটি ব্যবহার করে যে কোন Post এ ছবি বা image Add করা যায়। নিচের ছবিটি দেখুনঃ-
এরপর ছবিটি যখন Show করবে তখন ছবিটিতে click করলে ছবিটির নিচে দেখবেন কিছু Option দেখা যাবে। Option এ থাকবে যেমনঃ- Small-Medium-Large-X-Large-Original size | Left-Center-Right | Add caption | Properties | Remove. এরপর আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী Option Choose করতে পারেন। নিচের ছবিতে দেখুনঃ-
আমি এই Option গুলোর মধ্য থেকে SEO এর একটি গুরুত্বপূর্ণ বিষয় Properties Option টির কাজ দেখাবো। Properties Option টিতে click করলে দুটি Box আসবে একটি হল Title text: (Post Title) ও আরেকটি হল Alt text: (Tag).
13. Insert video: Insert Image এর মত আপনি যে কোন Video Add করতে পারবেন। এই Insert Video Option ব্যবহার করে। নিচের ছবিতে দেখুনঃ-
14. Insert Special Characters: এটি সাধারণত যে কোন Font এর সাথে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে এই Option টি ব্যবহৃত হয়। নিচের চিত্রগুলো দেখুনঃ-
15. Insert Jump Break: এটি সাধারণত যে কোন Post এর লেখার মাঝে বিরতি হিসেবে ব্যবহৃত হয়। যার ফলে এটিকে Jump Break বলা হয়। নিচের ছবিতে লক্ষ করুনঃ-
16. Alignment: এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এই Option টি সাধারণত যে কোনো Font কে Align left, Align center, Align right and Justify করার জন্য ব্যবহার করা হয়। নিচের ছবিটি দেখুনঃ-
17. Numbered list & Bullet list: এই দুটি Option সাধারণত একই রকম Font কে 1,2,3 বা ১,২,৩ এই রকম করার জন্য Numbered list ব্যবহার করা হয় এবং Font এ এরকম • ব্যবহার করা হয় Bullet list Option দিয়ে। নিচের ছবিতে দেখুনঃ-
18. Quote: এটি সাধারণত যে কোন Font কে Space এর মত সরিয়ে বা Gap রেখে আরেক জায়গায় বসানোর জন্য ব্যবহার করা হয়। নিচের চিত্রটি দেখুনঃ
19. Remove Formatting: এটি যে কোন Format কে Remove করার জন্য ব্যবহার করা হয়। নিচের ছবিটি দেখুনঃ-
20. Check Spelling: এটি Font কে শুদ্ধ করার জন্য ব্যবহৃত হয় এবং সে গুলো হলুদ রঙ্গের মার্ক দেওয়া থাকবে। নিচের চিত্রে দেখুনঃ-
21. Transliterate Words: এটি ব্যবহার করে যে কোন Word কে এক ভাষা থেকে আরেক ভাষাতে Translate করা যায়।
22. Choose Transliteration language: এটি ব্যবহার করে বিভিন্ন ভাষায় বা Language এ Post করা হয়। নিচের ছবিটি দেখুনঃ-
23. Left-to-right & Right-to-left: এই দুটি সাধারণত যে কোন Font কে Left থেকে Right বা Right থেকে Left করার জন্য ব্যবহার করা হয়। নিচের ছবিতে দেখুনঃ-
➤ Labels: এটি সাধারণত যে কোন Post এর বিভাগ বা category. তার মানে হচ্ছে আপনি যে Post টি লিখবেন বা লিখছেন তা কোন বিভাগ বা category তে রাখবেন। যেমনঃ- খেলাধূলার বিষয়ে লিখলে Spots নামে হবে, ট্রিক্স নিয়ে লিখলে Tips & Tricks নামে হবে ইত্যাদি।
➤ Schedule: এটি ব্যবহার করা হয় সাধারণত আপনার Post টি কত তারিখে লিখছেন, কখন লিখছেন এবং ঠিক কয়টা বাজে লিখছেন এই কারনে এটি ব্যবহৃত হয়।
➤ Permalink: এটি SEO এর একটি গুরুত্বপূর্ণ অংশ যা SEO এর Ranking Factor গুলোর মধ্যে একটি এটি ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। কারন, এটি আপনার Post এর Link হিসেবে ধরা হয়। নিচের চিত্রগুলো দেখুনঃ-
➤ Location: এটি ব্যবহার করা হয় সাধারণত আপনি কোন দেশের জন্য এই Post টি লিখছেন বা আপনি কোন দেশের জন্য চান যে আপনার Post টি ঐ দেশের জনগণ পড়তে পাড়ে। তাই এটি ব্যবহার করা হয়। নিচের ছবিতে দেখুনঃ-
➤ Options: এটি ব্যবহার করা হয় যে আপনার Post এর-
Reader comments আপনি চান কি না?
⊙ Allow
Compose mode এ আপনি কি চান?
⊙ Show HTML literally
Line breaks এ কি দিবেন?
⊙ Use <br> tag
অথবা, Options টি যেভাবে আছে ঠিক ঐ ভাবে রেখে দিবেন।
➤ Publish: Post complete হলে Publish Button এ Click করা হয়।
➤ Save: আপনি চাইলে Post টি Save করে রাখতে পারেন।
➤ Preview: আপনি যদি আপনার post টি দখতে চান তাহলে Preview করে দেখতে পারেন।
➤ Close: আপনি যদি বন্ধ করতে চান তা হলে Close করে বন্ধ করতে পারেন।
সবশেষে দেখুন আপনার Post টি তৈরি হয়ে গেছে...
➤ Edit: আপনার তৈরি করা Post টি আবার Edit করতে পারবেন।
➤ View: আপনার তৈরি করা Post টি View করে দেখতে পারেন।
➤ Share: আপনার তৈরি করা Post টি Share (google+, twitter, facebook etc.) করতে পারবেন।
➤ Delete: যদি কোন কারনে Post টি Delete করতে চান। তাহলে Delete করতে পারবেন।
তৃতীয় পর্ব দেখে নিন
আজ এই পর্যন্ত আমি আবার ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে...
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রতিনিয়ত আপনাদের ভালো ভালো Tune উপহার দিতে পারি...
8. Strike-through: এটি ব্যবহার করলে যে কোন Font এর মাঝখানে একটি দাড় পড়ে।
9. Text-color: এটি ব্যবহার করা হয় সাধারণত যে কোন Font কে রঙ্গিন করার জন্য।
10. Text Background color: এটি ব্যবহার করা য় সাধারণত যে কোন Font এর পিছনের অংশ বা Background কে রঙ্গিন করার জন্য।
নিচের ছবিটি দেখুনঃ-
11. Link: এটি ব্যবহার করা হয় সাধারণত যে কোন Website বা Webpage এর Url দেওয়ার জন্য। যাতে করে এই Url বা Link এ click করলে ঐ Url বা Link ব্যবহৃত Site বা Page এ চলে যায়।
নিচের ছবিটি দেখুনঃ-
12. Insert image: এটি ব্যবহার করে যে কোন Post এ ছবি বা image Add করা যায়। নিচের ছবিটি দেখুনঃ-
এরপর ছবিটি যখন Show করবে তখন ছবিটিতে click করলে ছবিটির নিচে দেখবেন কিছু Option দেখা যাবে। Option এ থাকবে যেমনঃ- Small-Medium-Large-X-Large-Original size | Left-Center-Right | Add caption | Properties | Remove. এরপর আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী Option Choose করতে পারেন। নিচের ছবিতে দেখুনঃ-
আমি এই Option গুলোর মধ্য থেকে SEO এর একটি গুরুত্বপূর্ণ বিষয় Properties Option টির কাজ দেখাবো। Properties Option টিতে click করলে দুটি Box আসবে একটি হল Title text: (Post Title) ও আরেকটি হল Alt text: (Tag).
13. Insert video: Insert Image এর মত আপনি যে কোন Video Add করতে পারবেন। এই Insert Video Option ব্যবহার করে। নিচের ছবিতে দেখুনঃ-
14. Insert Special Characters: এটি সাধারণত যে কোন Font এর সাথে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহারের ক্ষেত্রে এই Option টি ব্যবহৃত হয়। নিচের চিত্রগুলো দেখুনঃ-
15. Insert Jump Break: এটি সাধারণত যে কোন Post এর লেখার মাঝে বিরতি হিসেবে ব্যবহৃত হয়। যার ফলে এটিকে Jump Break বলা হয়। নিচের ছবিতে লক্ষ করুনঃ-
16. Alignment: এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় এই Option টি সাধারণত যে কোনো Font কে Align left, Align center, Align right and Justify করার জন্য ব্যবহার করা হয়। নিচের ছবিটি দেখুনঃ-
17. Numbered list & Bullet list: এই দুটি Option সাধারণত একই রকম Font কে 1,2,3 বা ১,২,৩ এই রকম করার জন্য Numbered list ব্যবহার করা হয় এবং Font এ এরকম • ব্যবহার করা হয় Bullet list Option দিয়ে। নিচের ছবিতে দেখুনঃ-
18. Quote: এটি সাধারণত যে কোন Font কে Space এর মত সরিয়ে বা Gap রেখে আরেক জায়গায় বসানোর জন্য ব্যবহার করা হয়। নিচের চিত্রটি দেখুনঃ
19. Remove Formatting: এটি যে কোন Format কে Remove করার জন্য ব্যবহার করা হয়। নিচের ছবিটি দেখুনঃ-
20. Check Spelling: এটি Font কে শুদ্ধ করার জন্য ব্যবহৃত হয় এবং সে গুলো হলুদ রঙ্গের মার্ক দেওয়া থাকবে। নিচের চিত্রে দেখুনঃ-
21. Transliterate Words: এটি ব্যবহার করে যে কোন Word কে এক ভাষা থেকে আরেক ভাষাতে Translate করা যায়।
22. Choose Transliteration language: এটি ব্যবহার করে বিভিন্ন ভাষায় বা Language এ Post করা হয়। নিচের ছবিটি দেখুনঃ-
23. Left-to-right & Right-to-left: এই দুটি সাধারণত যে কোন Font কে Left থেকে Right বা Right থেকে Left করার জন্য ব্যবহার করা হয়। নিচের ছবিতে দেখুনঃ-
➤ Labels: এটি সাধারণত যে কোন Post এর বিভাগ বা category. তার মানে হচ্ছে আপনি যে Post টি লিখবেন বা লিখছেন তা কোন বিভাগ বা category তে রাখবেন। যেমনঃ- খেলাধূলার বিষয়ে লিখলে Spots নামে হবে, ট্রিক্স নিয়ে লিখলে Tips & Tricks নামে হবে ইত্যাদি।
➤ Schedule: এটি ব্যবহার করা হয় সাধারণত আপনার Post টি কত তারিখে লিখছেন, কখন লিখছেন এবং ঠিক কয়টা বাজে লিখছেন এই কারনে এটি ব্যবহৃত হয়।
➤ Permalink: এটি SEO এর একটি গুরুত্বপূর্ণ অংশ যা SEO এর Ranking Factor গুলোর মধ্যে একটি এটি ব্যবহারের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। কারন, এটি আপনার Post এর Link হিসেবে ধরা হয়। নিচের চিত্রগুলো দেখুনঃ-
➤ Location: এটি ব্যবহার করা হয় সাধারণত আপনি কোন দেশের জন্য এই Post টি লিখছেন বা আপনি কোন দেশের জন্য চান যে আপনার Post টি ঐ দেশের জনগণ পড়তে পাড়ে। তাই এটি ব্যবহার করা হয়। নিচের ছবিতে দেখুনঃ-
➤ Options: এটি ব্যবহার করা হয় যে আপনার Post এর-
Reader comments আপনি চান কি না?
⊙ Allow
Compose mode এ আপনি কি চান?
⊙ Show HTML literally
Line breaks এ কি দিবেন?
⊙ Use <br> tag
অথবা, Options টি যেভাবে আছে ঠিক ঐ ভাবে রেখে দিবেন।
➤ Publish: Post complete হলে Publish Button এ Click করা হয়।
➤ Save: আপনি চাইলে Post টি Save করে রাখতে পারেন।
➤ Preview: আপনি যদি আপনার post টি দখতে চান তাহলে Preview করে দেখতে পারেন।
➤ Close: আপনি যদি বন্ধ করতে চান তা হলে Close করে বন্ধ করতে পারেন।
সবশেষে দেখুন আপনার Post টি তৈরি হয়ে গেছে...
➤ Edit: আপনার তৈরি করা Post টি আবার Edit করতে পারবেন।
➤ View: আপনার তৈরি করা Post টি View করে দেখতে পারেন।
➤ Share: আপনার তৈরি করা Post টি Share (google+, twitter, facebook etc.) করতে পারবেন।
➤ Delete: যদি কোন কারনে Post টি Delete করতে চান। তাহলে Delete করতে পারবেন।
তৃতীয় পর্ব দেখে নিন
আজ এই পর্যন্ত আমি আবার ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে...
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রতিনিয়ত আপনাদের ভালো ভালো Tune উপহার দিতে পারি...
”ধন্যবাদ”
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.