(তৃতীয় পর্ব) - Tips Zone Tuners এর মত খুব সুন্দর একটি Blog Site তৈরি করুন। [Update-2018]
আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই তারা নিচ থেকে দেখে নিন।
আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে Blogger এ বিভিন্ন Option ব্যবহার করে Post তৈরি করা যায়।
আজ আমরা দেখব Stats Option এর কাজগুলো কি কি? এবং Stats Option দিয়ে কি কি করা যায়?
তাহলে চলুন দেরি না করে শুরু করে দেই....
আপনারা Blogger এর মধ্যে লক্ষ করুন যে Stats নামের একটি Option আছে। ঐ Option এ Click করলে দেখতে পাবেন যে, Overview, Posts, Traffic Sources, Audience ইত্যাদি নামের Option গুলো।
এবার আপনি এই এক একটি Option সম্পর্কে জেনে নিনঃ-
1. Overview: এটি হল আপনার দেওয়া সব গুলো Post এর Traffic Pageviews Form. এখানে দেখতে পাবেন আপনি আপনার Post গুলো আজকে কতজন দেখেছে, গতকার কতজন দেখেছিল, গত মাসে কতজন দেখেছিল এবং সব সময়ের Pageviews সম্পর্কে জনাতে পারবেন এবং Followers সম্পর্কে ধারণা পেতে পারেন।
Now - এই Button এ Click করলে এখন কতজন দেখছে দেখতে পাবেন।
Day- এই Button এ Click করলে আজকের দিনে কতজন দেখেছে দেখতে পাবেন।
Week- এই Button এ Click করলে এই সাপ্তাহে কতজন দেখেছে দেখতে পাবেন।
Month- এই Button এ Click করলে এই মাসে কতজন দেখেছে দেখতে পাবেন।
All time- এই Button এ Click করলে সব সময়ে কতজন আপনার Pageviews করছে তা দেখতে পাবেন।
এছাড়াও আপনি এই Option থেকে Posts views এর ধারনা পাবেন এবং Traffic Sources, Audience এই Option গুলোতে যেতে পারবেন More এ click করে।
নিচের স্ক্রিনশটটি দেখুনঃ-
2. Posts: এটি হল আপনার দেওয়া Posts ও Page গুলো কারা কিভাবে আসছে এবং দেখছে তার সম্পর্কে জানতে পারবেন।
যেমন: ধরুন আপনার দেওয়া Posts ও Page গুলো google, facebook, twitter ইত্যাদি থেকে Traffic আসছে এরং দেখেছে।
এছাড়াও উপরের Overview এর মত Now, Day, Week, Month, All time এই Button গুলো দেখতে পাবেন। আর এগুলো একিভাবে কাজ করে।
নিচের স্ক্রিনশটটি দেখুনঃ-
3. Traffic Sources: এটির মধ্যে আপনি আপনার Posts গুলোর Referring Urls, Referring Sites এবং Search Keywords সম্পর্কে জানতে পারবেন।
Referring urls হল- আপনার Posts গুলো কোন কোন Site বা Social site থেকে Refer করা হয়েছে তা।
Referring Sites হল- আপনার Posts গুলো কোন কোন Site বা Social site Refer করছে।
Search Keywords হল- আপনার Posts গুলো কোন কোন Keywords ব্যবহার করে আপনার Site বা Blog প্রবেশ করেছে এবং আপনার Posts গুলো দেখেছে।
এছাড়াও উপরের Overview, Posts এর মত Now, Day, Week, Month, All timeএই Button গুলো দেখতে পাবেন। আর এগুলো একিভাবে কাজ করে।
নিচের স্ক্রিনশটটি দেখুনঃ-
4. Audience: এটি হল আপনার Post গুলো কারা কোথায় থেকে Pageviews করেছে তার সম্পর্কে জানতে পারবেন। এই Option এ একটি মানচিত্র থাকবে ওখান থেকে আপনি বুঝতে পারবেন করা আপনার Site বা Blog প্রবেশ করেছে এবং আপনার Posts গুলো দেখেছে। এখান থেকে আপনি জানতে পারবেন যে কে কোন Browser ব্যবহার করছে এবং কোন Operating system দিয়ে আপনার Pageviews করছে Percentages গুলোসহ দেখতে পাবেন।
এছাড়াও উপরের Overview, Posts, Traffic Sources এর মত Now, Day, Week, Month, All time এই Button গুলো দেখতে পাবেন। আর এগুলো একিভাবে কাজ করে।
নিচের স্ক্রিনশটটি দেখুনঃ-
আজ এই পর্যন্ত-
চতুর্থ পর্ব দেখে নিন
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং Tips Zone Tuners এর পাশে থাকুন...
চতুর্থ পর্ব দেখে নিন
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং Tips Zone Tuners এর পাশে থাকুন...
”ধন্যবাদ”
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.