(ষষ্ঠ পর্ব) - Tips Zone Tuners এর মত খুব সুন্দর একটি Blog Site তৈরি করুন। [Update-2018]
আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই তারা নিচ থেকে দেখে নিন।
আমরা গত পর্বে দেখেছিলাম Pages এর কাজ। আজ আমরা করবো Blogger এর Layout এর কাজ। কিভাবে Layout ব্যবহার করে Blog Site টিকে সুন্দর করা যায়।
বি.দ্র: আপনার Theme এর উপর নির্ভর করে Layout এর Option গুলো থাকবে। আপনারা Online থেকে Favicon তৈরি করতে পারেন। আপনাকে অবশ্যই Favicon এর জন্য 16*16 অথবা 32*32 Size এর মধ্যে থাকতে হবে।
আপনাকে পূর্বের মত Blogger এ গিয়ে নিচের Layout Option এ Click করলে দেখতে পাবেন। আপনার Blog Site এর Favicon, Navbar, Header, Post Body, Sidebar, footer etc. আমরা আজ এইগুলো নিয়ে কাজ করবো।
প্রথমে Favicon Set করতে হবে। Favicon Set করার জন্য আপনাকে Favicon এর মধ্যে Edit এ Click করলে যে Page টি আসবে তাতে Choose File নামের একটি Button দেখতে পাবেন। এবার ওখানে Click করুন এবং Favicon টি Select করে Save Button এ Click করুন। নিচের ছবি গুলোর মতঃ
ব্যাস Set হয়ে গেল Favicon. তারপর Navbar ঠিক করতে হবে। তাই Navbar এর মধ্যে Edit এ Click করলে। যে Page টি আসবে। ওখানে অনের রকমের Navbar দেখতে পাবেন। আপনাকে শুধু Off Option টি Select করে Save Button এ Click করতে হবে। নিচের ছবি গুলো দেখুনঃ
এরপর Header এর কাজ। আপনি ঠিক Navbar এর নিচে Header Option টি দেখতে পাবেন। ওখান থেকে পূর্বের মত Edit এ Click করলে একটি Page টি আসবে। ঐ Page থাকবে Blog Title, Blog Description, Header Image/Logo etc. আপনাকে Blog Title আগের মত রেখে একটি Blog Description Type করে এবং একটি Header Image/Logo Select করে Save Button এ Click করতে হবে।
নিচের স্ক্রিনশট গুলোর মতঃ
এরপর আপনি চাইলে বিভিন্ন Blogger Gadget ব্যবহার করতে পারেন। তার জন্য আপনাকে Add a Gadget Option এ Click করলে অনেক রকমের Gadget পাবেন। সেই Gadget গুলো থেকে আপনার পছন্দ অনুযায়ী বা Blog Site অনুযায়ী যে কোন Gadget ব্যবাহর করে খুব সুন্দর ভাবে সাজাতে পারেন আপনার Blog Site টি। আমি আপনাদের সাধারণ কিছু Gadget এর ব্যবহার ও Set করার পদ্ধতি দেখাবো। আপনি এ গুলো দেখে বাকি সব Gadget Set করতে পারবেন।
নিচ থেকে কিছু স্ক্রিনশট দেখে নিনঃ
আপনি চাইলে আপনার মত করে Set করতে পারেন। ঠিক একই রকম Sidebar এর Gadget Set গুলো Set করবেন। আমি আমার মত করে কিছু Sidebar এর Gadget Set করেছি দেখুনঃ
আমি ব্যবহার করেছি Labels, Popular Posts, Follow by Email etc. কিছু Gadget Automatically Set থাকে। যেমন - Profile, Blog Archive ect. আপনি এই Gadget গুলো উপরের দিকে অথবা নিচের দিকে Drag করতে পারেন। নিচের ছবিটি দেখুনঃ
এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় Post Body এর কাজ। আপনাকে আগের মত Post Body/Main এর মধ্য থেকে Edit এ Click করলে। যে Page টি আসবে ওখানে থাকবে Main Page Option এবং Post Page Option. আপনি চাইলে আমার মত করে Set করতে পারেন। অথবা, আপনার নিজের মত করে Set করতে পারেন। নিচের ছবিগুলো দেখুনঃ
এরপর Footer এর মধ্যে যে কোন Gadget Set করতে চাইলে ঠিক একই রকম ভাবে Set করতে পারেন। যেভাবে আমি Sidebar এর Gadget গুলো Set করেছি। অথবা, আপনি চাইলে নিজে Code দিয়ে Gadget তৈরি করতে পারেন। তবে আমরা আনেকে Code এর কাজ জানি না। তাই বলো আমরা কি Gadget তৈরি করতে পারবো না। অবশ্যই পারবো আর তার জন্য আপনাকে আমার দেয়া নিচের Post টি দেখতে হবে।
আপনার তৈরি করা Gadget টি বসাতে হলে ঠিক একই রকম ভাবে Add a Gadget থেকে HTML/JavaScript Gadget টি Select করে code গুলো Paste করে। এরপর Save করুন।
সবশেষে Save arrangement Button এ Click করুন এবং View Blog এ গিয়ে দেখুন আপনার Blog টি। দেখবেন আপনি যেভাবে সবগুলো Layout Set করেছেন। ঠিক ঐ ভাবে আপনার Blog টি সাজিয়েছে।
আশাকরি সবাই বঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে Comment Box এ জানাবেন।
সপ্তম পর্ব দেখে নিন
সপ্তম পর্ব দেখে নিন
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন.....
”ধন্যবাদ”
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.