(চতুর্থ পর্ব) - Tips Zone Tuners এর মত খুব সুন্দর একটি Blog Site তৈরি করুন। [Update-2018]
আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই তারা নিচ থেকে দেখে নিন।
আজ আমরা Blogger এর Comments এবং Campaigns এর সাথে পরিচিত হব। তাহলে চলুন শুরু করা যাক...
Comments
আপনারা Blogger এর মধ্যে লক্ষ করুন Comments নামের একটি Option আছে। ওখানে Click করলে আবার দুটি Option পাবেন।
1. Published ও
2. Spam
Published: এটি হল আপনার Post এর মধ্যে কারা Comments করেছে এবং আপনি যাদেরকে Reply দিয়েছেন সেগুলো দেখতে পাবেন। নিচের ছবিটি দেখুনঃ-
Spam: এটি হল আপনার Post এর মধ্যে কারা Comments করেছে এবং আপনি যাদেরকে Spam করেছেন সেগুলো দেখতে পাবেন। নিচের ছবিটি দেখুনঃ-
Campaigns
উপরের Comments Option এর ঠিক নিচে Campaigns নামের Option টি দেখতে পাবেন। ওখানে Click করলে দেখতে পাবেন Grow Your Audience নামের একটি Page.
এই Option টি দেওয়ার কারন হল আপনার Blog Site এর মধ্যে Google কে টাকা দিয়ে Traffic বাড়ানো। যদি আপনি চান যে আপনার Blog Site এর মধ্যে অতি শীঘ্রই Traffic বাড়াতে। তাহলে Google কে টাকা দিয়ে Traffic বাড়াতে পারবেন। নিচের স্ক্রিনশট দেখুনঃ-
ছবিটির মধ্যে লক্ষ করলে দেখতে পাবেন Start Now নামের Button টি এখন Button টিতে Click করুন। নিচের ছবিটির মতঃ-
এরপর Welcome to Google AdWords নামের একটি Page আসবে। আর এটি হল আপনার Business About. এবার ওখানে What is your email address? এর ঘরে আপনার Email টি দিয়ে এবং এর নিচে What is your website? এর ঘরে আপনার Website টি দিয়ে Continue Button এ Click করুন। নিচের ছবিটির মতঃ
এরপর যে Page টি আসবে ঐ Page টি আপনার first campaign Page আর ওখানে আপনাকে Step by Step Option গুলো Fill-up করতে হবে।
1. Decide how much to spend: এখানে আপনার প্রতিদিনের Budget কত তা দিতে হবে।
2. Choose a target audience: এখানে আপনার নির্ধারিত Audience Select করে দিতে হবে। এছাড়াও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে Locations, Networks, Keywords এগুলো অবশ্যই পূরণ করতে হবে।
3. Set your bid: এখানে আপনার Bid Set করে দিতে হবে।
4. Write your ad: এখানে আপনার Ad এর Landing page, Headline 1, Headline 2 (Optional), Description দিলে এর পাশে লক্ষ করুন যে আপনার Ad টি কিভাবে show করবে তার নমুনা দেখতে পাবেন। এবার Save Button এ Click করুন।
5. Send me personalized tips and recommendations to improve my ad performance এ টিক দিয়ে Save and continue Button এ Click করতে হবে। নিচের ছবিটি ভালো করে লক্ষ করুনঃ
তারপর যে Page টি আসবে ঐ Page টি হল Payment Page. আপনাকে Payment করে কাজ সম্পূর্ণ করতে হবে।
বি.দ্রঃ আমি সাধারণত এভাবে Google কে টাকা দিয়ে আমার Blog Site এ Traffic বৃদ্ধি করি না। আমি Organic ভাবে আমার Blog Site এ Traffic বৃদ্ধি করছি। তো আপনারা যেভাবে চান ঐ ভাবে Traffic বৃদ্ধি করতে পারবেন। আর তাই আমি এই Option এর কাজ করিনি। শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে এর ব্যবহার দেখিয়েছি।
”ধন্যবাদ”
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.