এবার আপনিও পারবেন খুব সুন্দর একটি Wapka forum site তৈরী করতে ! (৭ম পর্ব)
যারা গত পর্বগুলো দেখেন নাই। তারা নিচ থেকে দেখে নিন -
১ম পর্ব
২য় পর্ব
৩য় পর্ব
৪র্থ পর্ব
৫ম পর্ব
৬ষ্ট পর্ব
আমরা গত পর্বে forum header page এর কাজ করেছিলাম। আজ আমরা forum footer এর কাজ করব। আজকে আপনাদেরকে যে code গুলো দেব তার ভেতর কোন কিছু পরিবর্তন করা লাগবে না। তবে যদি code এ কোন পরিবর্তন করা লাগে তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো কোথায় পরিবর্তন করা লাগবে এবং code গুলো item validity অনুযায়ী বসাবেন।
বি.দ্রঃ All code (Place WML code in front of: at the end)
এখান থেকে footer code টি copy করে paste করুন।
এখান থেকে counter code টি copy করে paste করুন।
এই code টি বসানোর আগে অবশ্যই http://u-on.eu/in.php? এই site এ গিয়ে Registration করুন এবং Login করে counter code এ click করলে code এর মধ্যে u= 69431 এরকম দেখতে পারবেন এখন এই code থেকে আপনাকে শুধু u= 69431 এটা কেটে আপনার টি বসাতে হবে।
এখান থেকে again_footer code টি copy করে paste করুন।
এই code টি থেকে admin and contact page এর ID টি পরিবর্তন করুন এবং আপনার site এর নাম পরিবর্তন করুন এবং একই ভাবে উপরের footer code গুলো আবার আপনার বানানো forum footer 1 page এ বসান।
আপনার হয়তো মনে আছে user panel এর ভিতর upload photo পেজে একটা code বসিয়েছিলেন সেই code টি edit করে তার মধ্যে দেখতে পাবেন eprofile-0 আছে ওখান থেকে 0 কেটে আপনার বানানো regestration page ID বসাবেন।
এরপর logout page এ গিয়ে এখান থেকে Log out page code টি copy করে paste করুন।
এবার আবার Sign up page এ গিয়ে এখান থেকে Sign up page code টি copy করে paste করুন।
তারপর Regestration page এ গিয়ে এখান থেকে Regestration page code টি copy করে paste করুন। আপনাকে code টি বসানোর আগে লক্ষ করতে হবে যে code এর মধ্যে থাকা 25 আছে ওটা কেটে Cpanel page id টি দিবেন।
এবার এখান others page এ গিয়ে এখান থেকে icon page এর code টি copy করে paste করুন।
আপনাদের হয়তো মনে আছে HOME PAGE এর দুটি code বাদ দিয়ে ছিলাম।
আমরা এখন এখান থেকে এই দুটি code copy করে বসাবো আপনারা শুধু page ID ও forum ID গুলো পরিরর্তন করে নিবেন।
বি.দ্রঃ Place WML code in front of: at the end. করে দিবেন।
৮ম পর্ব দেখে নিন...
পরবর্তি Tune পেতে আমাদের সাথে থাকুন....
”ধন্যবাদ”
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.