এবার আপনিও পারবেন খুব সুন্দর একটি Wapka forum site তৈরী করতে ! (৫ম পর্ব)

এবার আপনিও পারবেন খুব সুন্দর একটি Wapka forum site তৈরী করতে ! (৫ম পর্ব)



wapka forum site create update 2018 tutorial, how i can create a wapka forum site, wapka forum site create update tutorial,

যারা গত পর্বগুলো দেখেন নাই। তারা নিচ থেকে দেখে নিন -





আমরা গত পর্বে Forum Categories এবং all forum এর coding কাজ করেছি। আজ আমরা করবো Site info page এর coding কাজ। তাহলো চলুন শুরু করি...

আপনাকে Site info page এ গিয়ে। যে যে নামে code গুলো আছে ঐ নামের code গুলো copy করে paste করতে হবে। তবে আপনাকে এই code গুলোর কোন কিছু পরিবর্তন করতে হবে না।


এখান থেকে Members code টি copy করে paste করুন।

এরপর, এখান থেকে Admin code টি copy করে paste করুন।

এবার এখান থেকে Vip code টি copy করে paste করুন।

তারপর এখান থেকে Tuners code টি copy করে paste করুন।

আপনাকে অবশ্যই লক্ষ রাখতে হবে যে code গুলো সঠিক ভাবে এবং সঠিক স্থানে বসাতে হবে।

উপরের কাজ গুলো করার পর। এবার আমরা others page এর কাজ করব। উপরের নিয়মে ঠিক Same Code গুলো copy করে paste করবেন। কোন প্রকার পরিবর্তনের প্রয়োজন নেই।

আপনাকে others page এ গিয়ে নিচের code গুলো বসাতে হবে। যে যে নামে code গুলো আছে ঐ নামের code গুলো copy করে paste করতে হবে।

এখান থেকে Wcode টি copy করে paste করুন।

এরপর, এখান থেকে Warning code টি copy করে paste করুন।

এবার এখান থেকে BD exam Result code টি copy করে paste করুন।

তারপর এখান থেকে Jessore board result code টি copy করে paste করুন।

এখান থেকে Psc exam result code টি copy করে paste করুন।

এখান থেকে Advarties code টি copy করে paste করুন। লক্ষ করুন এই code এর মধ্য থেকে Mobile Number, Facebook, Email এবং Ad এর ভেতর আমার Site এর কিছু তথ্য আছে তা পরিবর্তন করে আপনার গুলো দিন। এছাড়া আর কিছু পরিবর্তন করা লাগবে না।

এখান থেকে About code টি copy করে paste করুন।

এখান থেকে Admin 2nd code টি copy করে paste করুন। লক্ষ করুন এই code এর মধ্য থেকে Admin name, Mobile Number, Name, Email আছে তা পরিবর্তন করে আপনার গুলো দিন। এছাড়া আর কিছু পরিবর্তন করা লাগবে না।

এবার এখান থেকে Contact us code টি copy করে paste করুন। লক্ষ করুন এই code এর মধ্য থেকে Call Number, Admin FB IDAdmin Gmail ID আছে তা পরিবর্তন করে আপনার গুলো দিন। এছাড়া আর কিছু পরিবর্তন করা লাগবে না।

৬ষ্ট পর্ব দেখে নিন...

সবাই ভলো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তি পর্বের জন্য Tips Zone Tuners এর পাশে থাকুন....

”ধন্যবাদ”
Share:

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.