এবার আপনিও পারবেন খুব সুন্দর একটি Wapka forum site তৈরী করতে ! (৩য় পর্ব)
যারা গত পর্বগুলো দেখেন নাই। তারা নিচ থেকে দেখে নিন -
আজ আপনাদেরকে নিয়ে আমি যে কাজটি করব তাহল User Form এর কাজ । তাহলে চলুন শুরু করা যাক। আপনাকে admin mode এ গিয়ে :: EDIT SITE (#) :: থেকে user > User profiles এ যেতে হবে। নিচের স্ক্রিনশটেরমত User profiles setting করুন।
এরপর নিচে যে বক্স গুলো দেখতে পাবেন ঐখানে নাম দিয়ে রাখা যে যে নামে code গুলো আছে ঠিক ঐ নামের code গুলো copy করে paste করুন।
Profile form (default) এর code টি এখান থেকে copy করে paste করুন।
Edit profile form (ফাঁকা রাখুন, যদি আপনি default form ব্যবহার করতে চান, এই form টি সাইটে ব্যবহার করা হবে, যেখানে ব্যবহারকারী তার Profile সম্পাদনা করছেন।) code টি এখান থেকে copy করে paste করুন।
এরপর edit form for moderator এর code টি এখান থেকে copy করে paste করুন।
এবার এখান থেকে Registration Profile form (ফাঁকা রাখুন, যদি আপনি default form ব্যবহার করতে চান), এই form registration site এ ব্যবহার করা হবে।) এর code টি copy করে paste করুন।
আমাদের কাজের মধ্যে যে কাজগুলো বাদ পড়েছিল তা আজ শেষ করবো। উপরের কাজগুলো ভালোভাবে করে থাকলে। এবার আপনাকে যা করতে হবে তা হল
➤ user panel page এর মধ্যে গিয়ে নিচের নামগুলো ব্যবহার করে page তৈরি করুন।
◎ Log out
• SignUp
• Regestration
এরপর -
➤ others page এ গিয়ে নিচের নামগুলো ব্যবহার করে page তৈরি করুন।
• warning
• Attention
• Service
• BD exam Result
তারপর User pannel এ গিয়ে title change করুন। title change করার জন্য ::edit site:: থেকে change title ➠ এ গিয়ে Wcode=bb, Icon=ic, upload = fi করে দিন।
আমরা এবার Home Page এর কাজ করবো। তাই আপনাকে আপনার Home Page এ গিয়ে Sign Up code টি এখান থেকে copy করে paste করুন। আপনার তৈরি করা sign up site id change করতে হবে।
এরপর আপনারা যে notic forum নামে একটি simple forum বানিয়ে ছিলেন আশাকরি মনে আছে। ঐ ID এর সাথে code এর ID টি পরিবর্তন করুন। এখান থেকে code টি copy করে paste করুন।
এবার আপনাকে একটি গুরুত্বপূর্ন কাজ করতে হবে। তাহল আমি যে আপনাদের বলেছিলাম আপনাদের forum ID গুলো খাতায় নোট করে রাখতে।
আপনারা হয়তো নোট করে রেখেছেন আমরা যেভাবে notic Forum টা simple forum হিসেবে বানিয়ে ছিলাম ঐ notic Forum বাদে বাকি সব forum ID (123456,135699,15668,165554,166552,145556) এভাবে কমা দিয়ে লিখতে হবে।
এরপর আবার space দিয়ে (123456 135699 15668 165554 166552 145556) এভাবে লিখতে হবে।
এবার এখান থেকে code টি copy করে paste করুন। তবে copy করা code টির মধ্যে লক্ষ করুন যে জায়গা গুলোতে mmmm আছে সেখানে কমা দেওয়া গুলো এবং যে জায়গা গুলোতে tttt আছে সেখানে স্পেস দেওয়া গুলো লিখুন এরপর code এর একেবারে নিচে দেখুন 27 ঐখানে আপনার see more page id din এবং forum ও news from newspaper forum ID change করুন। And Help desk forum টি বাতিল করুন।
বি.দ্রঃ সবগুলো code বসাতে place wml code in front of: at the end করে দিবেন।
৪র্থ পর্ব দেখুন
আমি আবার হাজির হবো পরবর্তি পর্ব নিয়ে। সাবাই ভালো থাকুন, সুস্থ থাকুন......
”ধন্যবাদ”
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.