এবার আপনিও পারবেন খুব সুন্দর একটি Wapka forum site তৈরী করতে ! (৪র্থ পর্ব)

এবার আপনিও পারবেন খুব সুন্দর একটি Wapka forum site তৈরী করতে !

wapka forum site create update 2018 tutorial, how i can create a wapka forum site, wapka forum site create update tutorial,

যারা গত পর্বগুলো দেখেন নাই। তারা নিচ থেকে দেখে নিন -


আপনারা গত পর্বের মধ্যে code গুলো যেভাবে বসিয়েছেন। ঠিক একই রকম ভাবে আজকের দেওয়া code গুলো বসাবেন।

এখান থেকে Last Help Desk Updates code টি copy করে paste করুন। লক্ষ করুন code গুলোর মধ্য থেকে শুধু help desk id টি পরিবর্তন করে নিন। forum and newspaper forum id টি ঠিক আগের নিয়মে বসাবেন।

এরপর এখান থেকে code টি  copy করে paste করুন। আপনি এই code থেকে শুধু আপনার site এর নাম পরিবর্তন করবেন।

তারপর এখান থেকে code টি  copy করে paste করুন। তবে এই code এর মধ্য থেকে Forum site ও Newspaper and help desk forum id গুলো যেভাবে আছে ঠিক ঐভাবে রাখবেন। কিন্তু আপনাকে অবশ্যই ID গুলো change করে বসাতে হবে।

এবার এখান থেকে general user forum code টি  copy করে paste করুন। তবে আপনাকে এই code এর মধ্য থেকে general user forum id change করে বসাতে হবে।

বি.দ্রঃ code বসানোর সময় place wml code in front of: at the end করে দিবেন এবং remove 28 and type see more 1 page id.

আপনাদের হয়তো মনে আছে আমরা others এর মধ্যে service নামে একটা page বানিয়ে ছিলাম। ঐ page এ গিয়ে নিচের নাম গুলো ব্যবহার করে page তৈরি করুন।




আপনারা উপরের নাম অনুযায়ী  page গুলোর code serial ভাবে copy করে serial অনুযায়ী বসাবেন। ১ম code এর যেখানে 57 আছে শুধু 57 বাদ দিয়ে css code page id টি বসান। আর কিছু পরিবর্তন করবেন না। তারপর iframe page এর মধ্যে যে code টি বসাবেন তার মধ্যে লক্ষ করুন 61 দেওয়া আছে তা কেটে আপনার iframe page ID টি বসাবেন।

এরপর এখান থেকে Forum Categories code টি  copy করে home page এর All forum page এ paste করুন। তবে লক্ষ করুন code এর page id গুলো change করে আপনার page id ব্যবহার করতে হবে এবং কিছু forum code আছে সেগুলো page related forum ID এর সাথে Change করুন।

যেমন : দেখুন আমি Free Internet tips এর Related - Grameenphone free net, Robi free net, Banglalink free net, Airtel free net ID ব্যবহার করেছি।

আমরা এর আগে all forum নামে যে page টি বানিয়ে ছিলাম এর ভিতরে  গিয়ে দেখুন যে আমরা কতগুলো পেজ বানিয়েছিলাম আজ আমরা ঐ এক একটি page গিয়ে code বসাব।









উপরের নাম গুলো ব্যবহার করে যে page গুলো বানিয়ে ছিলেন। সেই এক একটি page এ গিয়ে code বসাতে হবে। তবে code বসানোর সময় অবশ্যই code এর forum ID change করে আপনার বানানো forum ID বসাবেন। উপরের যে নাম গুলো আছে ঐ নামের code গুলো copy করে নির্দিষ্ট নামের page এ গিয়ে paste করবেন।

৫ম পর্ব দেখুন

পরবর্তি পর্ব নিয়ে হাজির হব সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন....

”ধন্যবাদ”
Share:

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.