দেখুন কিভাবে Google Adsense এর মধ্যে Dutch Bangla Mobile Bank Add করতে হয়।

দেখুন কিভাবে Google Adsense এ Dutch Bangla Mobile Bank Add করতে হয়।

how can add DBBL in google adsense, add DBBL in google adsense, you can add DBBL in google adsense, add DBBL in adsense,

এবার Google Adsense এর Dollar টাকা ‍হিসেবে Dutch Bangla Mobile Bank (Rocket) এর মাধ্যমে খুব সহজে পেতে পারেন।

এ জন্য আপনাকে অবশ্যই Google Adsense এর মধ্যে Bank Account set করতে হবে।

➤ Name on Bank Account: এখানে দিবেন আপনার নাম (যে নামে আপনি Bank Account খুলে ছিলেন ) কি নাম দিয়েছিলেন আপনি যদি তা ভুলে গিয়ে থাকেন।

তবে তা দেখার জন্য ডায়াল করতে হবে *322# নম্বরে এরপর 5 press করে reply দিন এবং পরে আবার 4 press করলেই account name এবং account number দেখতে পাবেন।

Bank Name: এ দিবেন Dutch Bangla Bank Limited

SWIFT BIC এ দিবেন DBBLBDDH সবগুলো বড় অক্ষরের।

Account number টি খুবই গুরুত্বপূর্ণ 12 digit এর Account number দিতে হবে। Account number এ 
দিবেন আপনার mobile number.

এখন আপনারা সবাই বলতে পারেন যে মোবাইল নাম্বার তো 11 digit? তার উত্তর হল আপনি হয়তো জানেন যে, DBBL Account করার সময় Mobile number এর সাথে একটা অতিরিক্ত সংখ্যা দেয় ঐ সংখ্যা সহ আপনার মোট digit 12 টি ঐ 12 digit হল আপনার Account number. অর্থাৎ Mobile number 11 টি আর অতিরিক্ত 1 টি সহ মোট 12 digit দিতে হবে।

যেমন: 01780******5 (আমার অতিরিক্ত নাম্বার হল 5 তাই আমি শেষে 5 ব্যবহার করেছি) ঠিক এইভাবে দিতে হবে।

Re-type Account Number এখানে আবার confrim account number দিতে হবে। এরপর save দিতে হবে। এবং Primary Bank এটা save করে দিন ব্যাস কাজ শেষ।

এখন Google Adsense এর টাকা সরাসরি আপনার Bank Account আসবে।

”ধন্যবাদ”
Share:

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.