এখন থেকে সংবাদ ‘হাইলাইট’ করবে টুইটার

এখন থেকে সংবাদ ‘হাইলাইট’ করবে টুইটার


আজকাল সংবাদের দিকে ভালোভাবেই ঝুঁকছে micro blogging site Twitter। এবার ব্যবহারকারীদের home timeline এ তাদের Share করা সংবাদের লিঙ্কগুলো highlight করার নতুন এক নিয়ম চালু করেছে সাইটটি, এমন খবর প্রকাশ করেছে বাজফিড নিউজ।

Twitter, Highlight, news, new feature in Twitter, now highlight news in Twitter

iOS, Android আর web - সব ধরনের platform এ সব Twitter ব্যবহারকারী এই সেবা পাবেন, Twitter এর এক মুখপাত্রের বরাতে এ তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

বর্তমানে home timeline এর সঙ্গে সরাসরি খবর সম্প্রচার করে Twitter। নতুন এই পদক্ষেপ নিজেদের পরিচয়ে ‘সামাজিক মাধ্যম’-এর সঙ্গে ‘সংবাদের’ বিষয়টিও যুক্ত করতে প্রতিষ্ঠানটির একটি অংশ, এমনটাই বলা হয়েছে IANS-এর প্রতিবেদনে।

Twitter, Highlight, news, new feature in Twitter, now highlight news in Twitter


'Xplorer' ট্যাবে সাংবাদিকদের করা টুইট আর সংবাদ নজরে আনানোর মাধ্যমে Twitter ব্রেকিং নিউজের মতো ঘটনাগুলোর ক্ষেত্রে timeline কে সহায়ক হিসেবে কাজে লাগানোর পরীক্ষা চালাচ্ছে।

চলতি মাসের শুরুতে Twitter এর পক্ষ থেকে বলা হয়, এই সাইটে মানুষ যে তথ্য পাচ্ছে তা নির্ভরযোগ্য ও সত্য এমনটা নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ।

IANS-এর প্রতিবেদনে বলা হয়, লাখ লাখ মানুষ সংবাদ বা কোনো ঘটনা নিয়ে জানতে Twitter browse করেন। তাই টুইটারের এমন পদক্ষেপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চলতি বছর যুক্তরাষ্ট্রে YouTube প্রধান কার্যালয়ে হামলার ঘটনার পর এক ব্লগ পোস্টে Twitter এর Vice President for Trust and Safe Dell Harvey বলেন, “... আমাদের উদ্দেশ্য হচ্ছে সংকটের মুহূর্তে মানুষের জন্য সমর্থন প্রদর্শন করা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানুষকে দেখানো।”

আশা করি আপনাদের উপকারে আসবে... ভাল থাকুন সুস্থ থাকুন Tips Zone Tuners এর সাথে থাকুন।


আরও দেখুন... 

Share:

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.