সবাই কেমন আছেন?
আশাকরি ভালো আছেন। আপনারা উপরের Title দেখে হয়ত বুঝতে পেরেছেন যে আজ আপনাদের সামনে Facebook এর একটি Tips নিয়ে হাজির হয়েছি। আসলে আমরা জানি না যে অন্যকেউ আমাদের Facebook ID ব্যবহার করছে কিনা।
তাই আজ আপনাদের জন্য Facebook এই বিষয়টি আলোচনা করবো।
তাহলে চলুন শুরু করা যাক...
আপনি Android Device বা Computer দিয়ে বের করতে পারবেন।
Android Device এর ক্ষেত্রে -
প্রথমে আপনার Android Device এর মধ্যে যে Facebook App টি আছে তা Open করতে হবে।
এরপর Settings Option থেকে Account Settings এ গিয়ে Security And Log in এ যাওয়ার পর দেখবেন যে Where you’re logged in নামের একটি Section আছে সেখানে গেলে বুঝতে পারবেন যে আপনার Facebook ID অন্যকেউ ব্যবহার করছে কিনা এবং কোন Device এর মাধ্যমে ব্যবহার করছে তা বের করতে পারবেন।
এরপর যে Device দিয়ে ব্যবহৃত হচ্ছে তার উপর Click করে একটি একটি করে Log Out করতে পারেন। অথবা, নিচে See more থেকে Log out of all sessions নামের Option টি দেখতে পাবেন।
এবার ওখানে Click করলে সাথে সাথে অন্য সকল Device থেকে আপনার Facebook Account টি Log Out হয়ে যাবে।
Computer এর ক্ষেত্রে -
Computer এর ক্ষেত্রে www.facebook.com এ গিয়ে Android Device এর মত কাজগুলো করলে আপনি পেয়ে যাবেন এবং ঠিক একই ভাবে অন্য সকল Device থেকে আপনার Facebook Account টি Log Out করতে পারবেন।
আশাকরি বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে নিচের স্ক্রিনশটগুলো দেখুনঃ
Android Device
Computer
সবাই ভালে থাকুন, সুস্থ থাকুন....
”ধন্যবাদ”
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.