স্মার্টফোন চার্জিংয়ের সঠিক নিয়মাবলী

Android ফোন চার্জ নিয়ে নানা টিপস হয়ত আপনি শুনেছেন। কিন্তু খেয়াল করলে দেখবেন এর কোনোটাই আপনি মানছেন না। হয়ত  মনের ভুলে মোবাইল চার্জে একই ভুলগুলো বারবার করছেন। প্রতিটি ডিভাইসের ব্যাটারির একটি মেয়াদ শেষের তারিখ রয়েছে। তবে কিছু কিছু ভুলের জন্য মেয়াদ  শেষের আগেই নষ্ট হয়ে যায় ফোনের ব্যাটারি।

battery charge, smartphone charge, smartphone battery charge,

আর তাই ব্যাটারিকে দির্ঘায়ু রাখতে জরুরি কয়েকটি পরামর্শ দেওয়া হলো-

  • সর্বদা ফোনের সাথে দেওয়া Charger দিয়ে ফোন চার্জ করার চেষ্টা করুন। যেকোনো USB দিয়ে চার্জ দেওয়া উচিত নয়।
  • নাম না জানা প্রোডাক্ট বা এক কথায় বাজারের সস্তা চাইনিজ চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন।
  • চার্জ দেওয়ার সময় ফোনের প্রোটেকটিভ কেসটি খুলে চার্জ দেওয়ার চেষ্টা করুন।
  • ফাস্ট চার্জিং সবসময় ভালো নয়। এতে অতিরিক্ত ভোল্টেজের কারণে ডিভাইসের তাপমাত্রা বেড়ে গিয়ে ফোনের ক্ষয় ক্ষতি হতে পারে।
  • সারারাত মোবাইল চার্জ দেওয়া থেকে বিরত থাকুন।
  • তৃতীয় পক্ষের ব্যাটারি অ্যাপ ব্যবহার না করাই ভাল।
  • ফোন সর্বদা ৮০ শতাংশ চার্জ হওয়াই ভালো। ১০০ শতাংশ চার্জ না করাই ভালো।
  • পাওয়ার ব্যাংক থেকে ফোনে চার্জ করা অবস্থায় ফোন ব্যবহার করা ভাল নয়।


এমন ছোট ছোট কিছু বিষয় বিবেচনায় রেখে ফোন চার্জ করলে আপনার ফোনের ব্যাটারি লাইফ দীর্ঘ হবে।
Share:

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.