আজকের এই মর্ডান যুগে ইংরেজির প্রয়োজনটা দিন দিন বাড়ছে। আজকাল এন্ড্রয়েড আর Facebook চালাতে গেলেও কিছুটা ইংরেজী জানার প্রয়োজন হয়। শিক্ষা জীবনে বা ভাল চাকুরীর জন্যেতো এর কোন বিকল্প নেই। সেই নার্সারি থেকে শুরু করে শিক্ষাজীবন শেষ পর্যন্ত দীর্ঘ ১৬, ১৭ বছর English শেখার পরও দুর্বলতা থেকে যায় অনেকেরই। বিদেশি ভাষা বলে স্বভাবত ইংরেজির প্রতি একটা দুর্বলতা কাজ করে। তার উপর আবার রসকষবিহীন শিক্ষা ব্যবস্থাও কিছুটা দায়ি।
সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যে কাজ করেছে পপুলার এন্ড্রয়েড এপ্লিকেশন “Hello English”. English শেখার চারটা পার্ট এর সঠিক সমন্বয় উন্নত করা হয়েছে “হ্যালো English”। সমান দরকারে দেয়া হয়েছে Knowing, Evaluating, listening and Presenting সেকশনে। “হ্যালো! হাউ আর ইউ?” দিয়ে আরম্ভ করা হয়েছে প্রথম পাঠ। এরপরে থাকছে Grammer ও এর সঠিক প্রয়োগ, রাইটিং এবংEnglish Speeking। সাথে থাকছে ১০ হাজার শব্দার্থ, ভিডিও লার্নিং, আর্টিকেল রিডিংসহ অনেক কিছু। আর পুরো এপ্সটাকে সাজানো হয়েছে ৮ টি খেলার মাধ্যমে। অর্থাৎ, শিখতে পারবেন খেলার মাধ্যমে।
প্রত্যেকটি পার্ট শেষ হয় খেলার মাধ্য দিয়ে ,ইংরেজী শিখার আগ্রহ যাদের তারা appsটি নামিয়ে দেখতে পারেন ।
বর্তমানে এপপ্স টি ২০১৭ সালের বেস্ট ইডিটর চয়েজ এ সন্মানিত হয়েছে।
বিশ্ব ব্যাপী Appsটির বিশাল সারা পাওয়ার কারণ এর উঁচুমানের কন্টেন্ট, সহজ ও সুন্দর উপস্থাপন। শিক্ষণ পদ্ধতিতে সকল ইন্দ্রিয়ের সক্রিয় অংশগ্রহন। এখানে শুধু নিয়মই শেখানো হয় না, তার যথাযথ প্রয়োগ এবং ভুলগুলো শুধরিয়ে দেওয়া হয়। খেলাচ্ছলে শেখা এবং প্রত্যেক পাঠে নাম্বার থাকায় শেখার প্রতি বাড়তি আগ্রহ এবং প্রতিযোগী ভাব কাজ করে। তাহলে দেরি না করে শুরু করে দিন ইংরেজি শেখা।
Download Now
সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যে কাজ করেছে পপুলার এন্ড্রয়েড এপ্লিকেশন “Hello English”. English শেখার চারটা পার্ট এর সঠিক সমন্বয় উন্নত করা হয়েছে “হ্যালো English”। সমান দরকারে দেয়া হয়েছে Knowing, Evaluating, listening and Presenting সেকশনে। “হ্যালো! হাউ আর ইউ?” দিয়ে আরম্ভ করা হয়েছে প্রথম পাঠ। এরপরে থাকছে Grammer ও এর সঠিক প্রয়োগ, রাইটিং এবংEnglish Speeking। সাথে থাকছে ১০ হাজার শব্দার্থ, ভিডিও লার্নিং, আর্টিকেল রিডিংসহ অনেক কিছু। আর পুরো এপ্সটাকে সাজানো হয়েছে ৮ টি খেলার মাধ্যমে। অর্থাৎ, শিখতে পারবেন খেলার মাধ্যমে।
প্রত্যেকটি পার্ট শেষ হয় খেলার মাধ্য দিয়ে ,ইংরেজী শিখার আগ্রহ যাদের তারা appsটি নামিয়ে দেখতে পারেন ।
বর্তমানে এপপ্স টি ২০১৭ সালের বেস্ট ইডিটর চয়েজ এ সন্মানিত হয়েছে।
বিশ্ব ব্যাপী Appsটির বিশাল সারা পাওয়ার কারণ এর উঁচুমানের কন্টেন্ট, সহজ ও সুন্দর উপস্থাপন। শিক্ষণ পদ্ধতিতে সকল ইন্দ্রিয়ের সক্রিয় অংশগ্রহন। এখানে শুধু নিয়মই শেখানো হয় না, তার যথাযথ প্রয়োগ এবং ভুলগুলো শুধরিয়ে দেওয়া হয়। খেলাচ্ছলে শেখা এবং প্রত্যেক পাঠে নাম্বার থাকায় শেখার প্রতি বাড়তি আগ্রহ এবং প্রতিযোগী ভাব কাজ করে। তাহলে দেরি না করে শুরু করে দিন ইংরেজি শেখা।
Download Now
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.