নিয়ে নিন সেরা ০৫ টি কম্পিউটার টিপস এবং ফাস্ট করে তুলুন কম্পিউটারকে!! (পার্ট ২)

নিয়ে নিন সেরা ০৫ টি কম্পিউটার টিপস এবং ফাস্ট করে তুলুন কম্পিউটারকে!! (পার্ট ২)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন ৷
Tips, pc, pctips, tips zone pc, tipszonetuners, pc tips, pc tricks, pc zone, how to fresh pc, how to clean pc, how to clean up pc, how to clean laptop, tips zone tunners,

আবারো হাজির হলাম কম্পিউটার টিপ্স এর পার্ট-২ নিয়ে

তো চলুন শুরু করা যাক

 টিপস»১

সবসময় আপনার কম্পিউটার recycle bin Empty করে রাখুন। কারন যতক্ষন না আপনি অপনার কম্পিউটারের recycle bin Empty না করছেন ততক্ষন recycle bin এর ফাইলগুলো হার্ড ডিস্ক এ থেকে যাবে ৷

 টিপস»২

কখনো কম্পিউটার এর Ram কম থাকলে PC slow হয়ে যায়। Vertual Memory বাড়িয়ে কিছু গতি বৃদ্ধি করা যায়। এর জন্য My Computer এ Mouse রেখে right button ক্লিক করে properties-e যান। এখন advance এ ক্লিক করে performance এর settings এ ক্লিক করুন। আবার advance -এ ক্লিক করুন। এখন change এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির টিক চিহ্ন উঠিয়ে Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size এ আপনার কম্পিউটারের ram এর দ্বিগুণ এবং Maximum size এ র‍্যামের চারগুন দিলে ভাল হবে। তবে যদি বেশি Pc Slow হয় তাহলে কেননা এইসব সিস্টেমিক পোগ্রামে অভিঙ্গ ছাড়া হাত না দেওয়াই ভাল

 টিপস»৩

এ ছাড়াও PC ভাল রাখার কিছু টিপ্স জেনে নিন


  • প্রতি  ২-৩ মাস পর পর পিসি খুলে all Parts মুছে নতুন করে লাগিয়ে নিন।
  • Ram খুলে পাতলা কোন তুলো দ্বারা মুছে নতুন করে লাগিয়ে দিন।
  • পিসির উপর কোন ভারী কোন কিছু রাখবেন না।
  • রাতে ঘুমানোর সময় PC shut down করে দিন।
  • বিদু্ৎ চলে গেলে যেন PC বন্ধ না হয়ে যায় সে জন্য UPS ব্যবহার করা উচিৎ।
  • PC তে ভাইরাস দূর করার জন্য Antivirus ব্যবহার করা উচিৎ।
  • পিসিকে আলো-বাতাসপূর্ণ জায়গায় রাখুন।
  • প্রতিদিন Monitor, বিশেষ করে LCD Monitor একবার করে মুছে রাখবেন।
  • কখনো PC চলাকালীন সময়ে CPU-র উপর আলাদা পর্দা দিয়ে রাখেবেন না
  • Wallpaper হিসেবে এমন ছবি Set করুন, যাতে আপনার চোখকে আরাম দেয়। Wallpaper এর Size যত ছোট হবে, আপনার Pc এর গতির জন্য ততই  ভাল।
  • নিয়মিত ‘Cooling Fan’ মুছে পরিষ্কার করে রাখুন।


 টিপস»৪

তৈরি করুন একটি hidden ফোল্ডার এবং কোন নাম ছাড়া ৷

Tips, pc, pctips, tips zone pc, tipszonetuners, pc tips, pc tricks, pc zone, how to fresh pc, how to clean pc, how to clean up pc, how to clean laptop, tips zone tuners,

প্রথমে একটি New Folder তৈরি করুন, যখন New Folder লিখাটি নীল রং এ Select করা থাকবে তখন  Alt Key চেপে ধরে 0160 চাপুন, এবার  Enter এ Click করুন।

Tips, pc, pctips, tips zone pc, tipszonetuners, pc tips, pc tricks, pc zone, how to fresh pc, how to clean pc, how to clean up pc, how to clean laptop, tips zone tuners,

 আর দেখুন একটি নাম ছাড়া folder তৈরি হয়েছে । এখন এই  ফোল্ডার এ মাউস এর right button এ Click করে Properties এ যান তারপর customize > change icon এ ক্লিক করুন

Tips, pc, pctips, tips zone pc, tipszonetuners, pc tips, pc tricks, pc zone, how to fresh pc, how to clean pc, how to clean up pc, how to clean laptop, tips zone tuners,

 তারপর icon window থেকে একটি blank icon সিলেক্ট করুন এবং ok তে Click করুন।

Tips, pc, pctips, tips zone pc, tipszonetuners, pc tips, pc tricks, pc zone, how to fresh pc, how to clean pc, how to clean up pc, how to clean laptop, tips zone tunners,

এবার নিচের Applyতে Click করুন ৷

Tips, pc, pctips, tips zone pc, tipszonetuners, pc tips, pc tricks, pc zone, how to fresh pc, how to clean pc, how to clean up pc, how to clean laptop, tips zone tunners,

এবার দেখুন আপনি একটি অদৃশ্য Folder তৈরি করেছেন।

Tips, pc, pctips, tips zone pc, tipszonetuners, pc tips, pc tricks, pc zone, how to fresh pc, how to clean pc, how to clean up pc, how to clean laptop, tips zone tunners,


 টিপস»৫

Pc  wallpaper হিসেবে অনেক বড় সাইজর wallpape ব্যবহার হতে বিরত থাকুন।
Pc তে Extra কোন shortcuts রাখবেন না। আপনি হয়তো জানেন না যে Pc তে ব্যবহৃত প্রতিটি shortcut 500 bytes এরউপর RAM ব্যবহার করে।

সুতরাং অতিরিক্ত  shortcut  হতে বিরত থাকুন।


ধন্যবাদ টিউনটি পড়ার জন্য আশা করি সবার ভাল লেগেছে, বেশি বেশি শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবেন ৷

 Tips Zone Tuners দের সাথেই থাকুন
Share:

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.