নিয়ে নিন সেরা ০৫ টি কম্পিউটার টিপস এবং ফাস্ট করে তুলুন কম্পিউটারকে!! (পার্ট ১)
আসসালামু
আলাইকুম। কেমন
আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন ৷
আজ
আপনাদের জন্য নিয়ে এলাম সেরা ০৫ টি কম্পিউটার টিপস ৷
টিপস»১
পেনড্রাইভ/মেমোরী কার্ডে লুকানো থাকা ফাইল উদ্ধার করার জন্য search
option গিয়ে (.) শুধু
ডট লিখে search দিন। সব লুকানো থাকা ফাইল চলে আসবে।
টিপস»২
এই
টিপস টা ফলো করলে কম্পিউটার আগের
থেকে আরও ফাস্ট হবে ৷
RUN → tree লিখে এন্টার করুন।
RUN → prefetch লিখে এন্টার করুন।( একটা
নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন।
RUN → temp লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল
গুলো ডিলিট করুন।
RUN → %temp% লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল
গুলো ডিলিট করুন।
প্রতিটা
ড্রাইভের উপর
মাউসের রাইট বাটন ক্লিক করুন তারপর প্রপারট্রিজ এ
ক্লিক করুন এরপর ডিস্ক ক্লিনআপ এ ক্লিক করুন। আশা করি আপনার কম্পিটার এ অনেক গতি বেড়ে যাবে। পুরাতন কম্পিউটার
এর জন্য বেশী কার্যকরী।
টিপস»৩
Ctrl + Alt + Delete চেপে বা Taskbar মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task
Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম
দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে
প্রোগ্রামগুলো কাজে
লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন।
যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে
দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট দিন।
টিপস»৪
পিসি সেফ মোডে চালু হলে কি করবেন?
উইন্ডোজ অপারেটিং সিস্টেম
স্বাভাবিকভাবে চালু হতে না পারলে অনেক সময় সেফ মোডে চালু হয়৷ সেফ মোড হলো
উইন্ডোজের বিশেষ একটি অবস্থা যখন এটি একেবারে প্রয়োজনীয় ফাইল এবং ড্রাইভারসমূহ
নিয়ে লোড হয়৷ বলা যেতে পারে ‘বিপদকালীন‘ অবস্থা যখন নূন্যতম রসদ দিয়ে প্রাণে বেচে
থাকাটাই গুরুত্বপূর্ণ৷ সেফ মোডে উইন্ডোজ চালু হলে প্রাথমিক ভাবে রিস্টার্ট করে
দেখা যেতে পারে পুনরায় স্বাভাবিকভাবে তা চালু হয় কিনা৷ বার বার করে ব্যর্থ হলে
বুঝতে হবে সমস্যাটি গুরুতর৷ উইন্ডোজের কোনো গুরুত্বপূর্ণ ফাইলের ক্ষতি বা
হার্ডওয়ারের সমস্যার কারণে তা হতে পারে৷ কোনো নতুন হার্ডওয়্যার সেটিংস পরিবর্তনের
ফলে যদি উইন্ডোজ বার বার সেফ মোডে চলে যায় তবে পূর্ববর্তী সেটিংসটি রিভার্স করে
ফেলাই শ্রেয়৷ সেফ মোডকে এজন্য ডায়াগনিস্টিক মোডও বলা হয়৷ উইন্ডোজ চালু হওয়ার সময় F8 চাপলে যে মেনু আসে সেখান থেকে
সেফ মোড চালু করা যেতে পরে৷ তবে আগেই বলা হয়েছে; এটি ডায়াগনিস্টিক মোড৷ এই
মোডে বাড়তি কোনো কিছুই যেমন- সাউন্ড, প্রিন্টার, হাই কালার ডিসপ্লে ইত্যাদি
কিছুই কাজ করবে না।
টিপস»৫
যে কোন application close করার পর আপনার desktop F5
চেপে refresh করে নিন, যা আপনার পিসির RAM হতে unused
files remove করবে।
সবাইকে ধন্যবান জানাচ্ছি টিউনটি পড়ার
জন্য। আশা করি সবার ভাল লেগেছে ,
আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.