খুব শীঘ্রই Google Search Snippet এ পরিবর্তন আনতে যাচ্ছে
Search Giant Google এবার Search Result এ পরিবর্তন আনতে যাচ্ছে।Google Search Result এর মধ্যে বক্স আকারে যে সকল তথ্য দিয়ে থাকে তাই হল Snippet.
বর্তমানে Google শুধুমাত্র একটি Snippet দেখিয়ে থাকে তবে তা ভবিষ্যতে আরো বেশি দেখানো হবে। এর ফলে ব্যবহারকারীরা খুব সহজে আরো অনেক তথ্য জানতে পারবে।
Snippet এ ভুল তথ্য প্রদান করাই Google এর অনেক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে।
Google তাদের Snippet এ যে সকল ভুল তথ্য প্রদান করেছিলো।
সমালোচনার মুখে পড়ে Google Snippet এ পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে।
Google এই বিষয়ে জানিয়েছে, এর মান বাড়াতে Rating Guidelines Update করবে। যার ফলে Rating কর্মীরা নির্ভুলভাবে খুব সহজে ভুল তথ্য শনাক্ত করতে পারবে।
Google মান সম্পন্ন Content এর উপর বেশি জোর দিবে এবং নিম্নমানের Content এর প্রচার কমিয়ে দিবে।
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.