আপনারা সবাই কেমন আছেন?
আশাকরি ভালোই আছেন। কেননা, আপনাদের মাঝে Tips Zone Tuners সবসময় নিত্যনতুন Tune নিয়ে হাজির হয়। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি Robi or Airtel এর সম্পূর্ণ নতুন Server এর Free Net নিয়ে।
এটি সাধারণত iflix এর MB দিয়ে Free Net ব্যবহার করার একটি মাধ্যম। আপনি প্রথমে Sign Up করলেই 1 GB পাবেন।
আর এটি ব্যবহারের জন্য আপনাকে নিচের দুটি Apk Download করতে হবে -
1. Robi or Airtel iflix.Apk
2. AnonyTun.Apk
এরপর আপনাকে প্রথমে iflix Apk টি Open করে Sign Up করে নিতে হবে। আপনাকে Sign Up করার জন্য ৩টি মাধ্যম (Google, Facebook, Email) দিবে এর মধ্যে যে কোন একটি দিয়ে Sign Up করলেই হবে।
Sign Up করার সাথে সাথেই আপনি 1 GB পেয়ে যাবেন। আর এটি ব্যবহার করার জন্য আপনাকে AnonyTun Apk টি Open করতে হবে।
AnonyTun Apk টি Open করার পর STEALTH SETTINGS এ Click করার পর Stealth Tunnel Off থাকলে On করে দিন।
এরপর Connection Protocol (SSL) করে দিবেন এবং Connection Port (443) করে Advavced SSL Settings (On) করে EDIT SSL SETTINGS Button এ Click করার পর True SSL (Anti DPI) ও Spoof Host:Port এই দুটিতে টিক মার্ক দিলে নিচে দুটি Host এবং Port এর Option পাবেন।
এবার আপনাকে Host এর মধ্যে www.iflix.com ও Port এর মধ্যে 443 দিয়ে Ok করে Save Button এ Click করুন। ব্যাস এবার CONNECT করে চালাতে থাকুন।
না বুঝে থাকলে নিচের ছবিগুলো দেখুনঃ
বি.দ্রঃ যদি Speed কম পান তাহলে Psiphon Pro ব্যবহার করতে পারেন।
আশাকরি সবাই বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে নিচের Comment Box এ সারা দিবেন।
আশাকরি ভালোই আছেন। কেননা, আপনাদের মাঝে Tips Zone Tuners সবসময় নিত্যনতুন Tune নিয়ে হাজির হয়। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি Robi or Airtel এর সম্পূর্ণ নতুন Server এর Free Net নিয়ে।
এটি সাধারণত iflix এর MB দিয়ে Free Net ব্যবহার করার একটি মাধ্যম। আপনি প্রথমে Sign Up করলেই 1 GB পাবেন।
আর এটি ব্যবহারের জন্য আপনাকে নিচের দুটি Apk Download করতে হবে -
1. Robi or Airtel iflix.Apk
2. AnonyTun.Apk
এরপর আপনাকে প্রথমে iflix Apk টি Open করে Sign Up করে নিতে হবে। আপনাকে Sign Up করার জন্য ৩টি মাধ্যম (Google, Facebook, Email) দিবে এর মধ্যে যে কোন একটি দিয়ে Sign Up করলেই হবে।
Sign Up করার সাথে সাথেই আপনি 1 GB পেয়ে যাবেন। আর এটি ব্যবহার করার জন্য আপনাকে AnonyTun Apk টি Open করতে হবে।
AnonyTun Apk টি Open করার পর STEALTH SETTINGS এ Click করার পর Stealth Tunnel Off থাকলে On করে দিন।
এরপর Connection Protocol (SSL) করে দিবেন এবং Connection Port (443) করে Advavced SSL Settings (On) করে EDIT SSL SETTINGS Button এ Click করার পর True SSL (Anti DPI) ও Spoof Host:Port এই দুটিতে টিক মার্ক দিলে নিচে দুটি Host এবং Port এর Option পাবেন।
এবার আপনাকে Host এর মধ্যে www.iflix.com ও Port এর মধ্যে 443 দিয়ে Ok করে Save Button এ Click করুন। ব্যাস এবার CONNECT করে চালাতে থাকুন।
না বুঝে থাকলে নিচের ছবিগুলো দেখুনঃ
বি.দ্রঃ যদি Speed কম পান তাহলে Psiphon Pro ব্যবহার করতে পারেন।
আশাকরি সবাই বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে নিচের Comment Box এ সারা দিবেন।
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.