নিয়ে নিন নতুনদের জন্য সেরা ৫টি Free Logo mockup
বেশীরভাগ নতুন Logo ডিজাইনাররা সবচেয়ে বেশী সমস্যায় পরে থাকেন Logo mockup নিয়ে। যারা বিভিন্ন Logo Making Contest এ participate করে থাকেন তারা অনেক সময় বিজয়ীদের Logo mockup খুঁজে থাকেন। এই Post এ যে পাঁচটি Logo mockups রয়েছে তা কোথাও না কোথাও আগে দেখে থাকতে পারেন।
নতুন Logo ডিজাইনারদের জন্য আমার suggestion হলো, client যদি না চায় তাহলে Generic Logo ব্যবহার করবেন না। এখন একটা উদাহরণ দেই, Samsung এর লোগো তে শুধু Samsung লেখা, Nokia এর লোগোতে শুধু Nokia লেখা তাহলে এগুলো কি Generic Logoকি না? আসলে যেসব Logo তে company এর নাম ব্যবহার করা হয় শুধু বা নামের প্রথম অক্ষর, সেসব ক্ষেত্রে company এর নামটাই আসল। নামটাই যদি Generic হয় তাহলে লোগো-তৈরীর পর পরবর্তিতে সেটার license (trade mark) নিয়ে সমস্যা হতে পারে। তবে আপনি হয়তো ভাবতে পারেন আমি বাইরের এক client এর কাজ করি, সে কোথায় পাবে আমাকে! এটা ভাবলে ভুল করবেন। বর্তমানে logo-contest গুলোতে দেখা যায় প্রচুর Copy Logo ব্যবহার হচ্ছে। যদিও শুরুতে আপনি Earn করবেন কিছু কিন্তু পরবর্তীতে আপনি কাজ তো পাবেন নাই বরং টিকতেই পারবেন না।
Logo বানানোর আগে research করা লাগে। একটা Logo বানাতে এক মিনিটেরও কম সময় লাগতে পারে কিন্তু কি বানাতে হবে সেটা বের করতে কত সময় লাগবে সেটা নিশ্চিত না। অতিরিক্ত colorful, effect দেয়া Logo ব্যাবহার করা পরিহার করুন (ব্যতিক্রম থাকতে পারে যেমন games এর Logo)। Logo তৈরি করার আগে ভেবে নিন এটা business cards, letterheads, pads বা নানা Office এর accessories ব্যবহার উপযোগী কিনা। Logo বানানো শেখার প্রথম ছয়মাস শুধু Sample Logo বানাবেন। কারো কাজ হাতে নিবেন না। কারন আজ যেটা আপনার চোখে অসাম, সেটা ছয়মাস পরে বিশ্রী লাগবে। বিশ্বাস না হলে ছয়মাস আগের Design খুলে দেখুন, আগে কি ধরনের Design করতেন আর এখন কি ধরনের করেন।
1. Logo Mockups Paper Edition
03. Elegant metallic logo mockup
04. Embossed paper logo mockup
05. Gold stamping logo mockup
আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী Tune এ আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন.....
”ধন্যবাদ”
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.