নিয়ে এলাম PC এর জন্য জনপ্রিয় একটি Screenshot তুলার সফটওয়্যার
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন
আজকে আমরা আলোচনা করবো কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে।
অনেকসময় ভাল ভাবে Screenshot নেওয়া সম্ভব হয় না ভাল কোন সফটওয়্যার এর জন্য তাই আপনাদের জন্য নিয়ে আসলাম চরম একটি Screenshot নেওয়ার সফটওয়্যার।
এই সফটওয়ারের অনেকগুলো ভাল বৈশিষ্ট্য রয়েছে যার মদ্ধেঃ
এটি দিয়ে ইচ্ছে মত এরিয়া নির্বাচন করা যায়।
নির্দিষ্ট এরিয়ার যেকোনো যায়গায় বক্স আকারে নির্দেশক হিসাবে বোঝানো যায়।
এই সফটওয়ারে তীর চিহ্ন এর ব্যাবহার করা যায়।
এতে আলাদা ভাবে লেখা যোগ করা যায়।
এছারাও Underline যেকোনো যায়গায় দেওইয়ার বেবস্থা রয়েছে।
তাছারাও আরও বৈশিষ্ট্য রয়েছে যা আপনারা ব্যাবহার করলেই বুঝতে পাড়বেন।
যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট এ জানাবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন
টিপ্স জোন টিউনার'স এর সাথেই থাকুন।
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.