কেমন আছেন সবাই। আশা করি ভালো।
আশা করি সবাই জেনে গেছেন যে আগামী ২১'শে ফেব্রুয়ারি ফোর জি আসছে অর্থাৎ ৪র্থ জেনারেশন নেটওয়ার্ক।
ইতিমধ্যে গ্রামিনফোন এবং বাংলালিংক লাইসেন্স পেয়েছে ফোরজি সংযোগের জন্য।
১৩ই ফেব্রুয়ারী ঢাকা ক্লাবে অনুষ্ঠিত নিলামে ৪র্থ প্রজন্মের দ্রুতগতির ডেটা সেবার জন্য বাংলালিংক ১৮০০ মেগাহার্জ ব্যান্ডে ৫.৬ মেগাহার্জ ও ২১০০ ব্যান্ডে ৫ মেগাহার্জ তরঙ্গ কিনেছে। যদিও নিলামে অংশ নেয়নি অন্যতম অপারেটর রবি।
রবি তার বিদ্যমান দ্বিতীয় প্রজন্মের তরঙ্গসীমা "টেক নিউট্রাল" ফি পরিশোধের মাধ্যমে ফোরজি সেবায় ব্যবহারের জন্য অনুমোদন লাভ করেছে। আর নিলামে অংশ না নিলেও টেলিটক পরবর্তীতে নিলামে স্থিরকৃত মূল্যে তরঙ্গ ক্রয় করতে পারবে।
আশা করি সবাই জেনে গেছেন যে আগামী ২১'শে ফেব্রুয়ারি ফোর জি আসছে অর্থাৎ ৪র্থ জেনারেশন নেটওয়ার্ক।
ইতিমধ্যে গ্রামিনফোন এবং বাংলালিংক লাইসেন্স পেয়েছে ফোরজি সংযোগের জন্য।
১৩ই ফেব্রুয়ারী ঢাকা ক্লাবে অনুষ্ঠিত নিলামে ৪র্থ প্রজন্মের দ্রুতগতির ডেটা সেবার জন্য বাংলালিংক ১৮০০ মেগাহার্জ ব্যান্ডে ৫.৬ মেগাহার্জ ও ২১০০ ব্যান্ডে ৫ মেগাহার্জ তরঙ্গ কিনেছে। যদিও নিলামে অংশ নেয়নি অন্যতম অপারেটর রবি।
রবি তার বিদ্যমান দ্বিতীয় প্রজন্মের তরঙ্গসীমা "টেক নিউট্রাল" ফি পরিশোধের মাধ্যমে ফোরজি সেবায় ব্যবহারের জন্য অনুমোদন লাভ করেছে। আর নিলামে অংশ না নিলেও টেলিটক পরবর্তীতে নিলামে স্থিরকৃত মূল্যে তরঙ্গ ক্রয় করতে পারবে।