আপনি আপনার Android Phone এর Lock ভুলে গেলে ৫ টি উপায়ে ঠিক করতে পারবেন....
আমরা সবাই আমাদের Android phone এ pattern lock ব্যবহার করি। তবে অনেক সময় আমরা তা ভুলে যাই। এটি একটি বড় সমস্যা। তাই আমরা আজ জানবো কিভাবে ভুলে যাওয়া pattern lock খুলতে হয়। এর ৫ উপায়....
প্রথম উপায়ঃ Recovery mode lock screen খোলার বা Remove করার একটি সহজ উপায়। এটি করতে হলে আপনাকে Factory Restore Settings এ গিয়ে আপনার phone কে reset করে দিতে হবে। আর এটি করার আগে আপনাকে অবশ্যই আপনার phone টি কে recovery mode এ রাখতে হবে।
প্রথম ধাপ - প্রথমে আপনার Phone এর Switch Off করতে হবে। এবার Volume বাড়ানোর switch টি press করে Hold করে রাখুন। একিসাথে Home এবং Power button টি সহ Hold করুন। আপনি যখন একিসাথে Volume Up, Home এবং Power Button টি একসাথে চেপে ধরবেন তখন আপনার phone Recovery mode এ নিয়ে যাবে।
দ্বিতীয় ধাপ - এরপর boot loader open হলে Recovery mode select করে Power Button Press করতে হবে।
তৃতীয় ধাপ - Recovery mode এ যাওয়ার পর Volume Down select করার পর ‘Wipe data/factory reset‘ option টি কে select করলে দেখবেন আপনার Phone Automatically Reboot হবে।
দ্বিতীয় উপায়ঃ Safe mode এ আপনার phone কে Boot দিতে হবে। যদি আপনি অন্য কোন Apps ভিত্তিক lock screen ব্যবহার করে থাকেন, তাহলে এই উপায়টি প্রয়োগ করতে হবে। কিছু সময়ের জন্য power button Hold করে রাখতে হবে।
যতক্ষণ পর্যন্ত Turn of Your Phone option আসে, ততক্ষণ পর্যন্ত Hold করে রাখতে হবে। কিছুক্ষন Power Off Button Tap করে রাখলেই enter safe mode option টি আসবে। তখন আপনাকে mode option টিতে গেলে lock screen এর data erase করে দেবে, Uninstall করে দেবে এবং Reboot করে আবার Phone কে Safe mode এ নিয়ে আসবে।
তৃতীয় উপায়ঃ Android Device Manager ব্যবহার করে Lock Screen Remove বা Bypass ব্যবহার করে। যদি আপনার phone এ Google Account Login করা থাকে, তাহলে অবশ্যই এই উপায়টি কাজে দেবে।
প্রথম ধাপ - Gmail ID দিয়ে Android Device Manager এ Login করতে হবে।
দ্বিতীয় ধাপ - Device টি Connect হয়ে গেলে Lock Button এ click করলে নতুন window আসবে। তখন Current PIN, Password বা Pattern replace করলে আপনার কাছে নতুন password চাইবে।
তৃতীয় ধাপ - এখন নতুন password দিলেই ঠিক হয়ে যাবে।
চতুর্থ উপায়ঃ ADB ব্যবহার করে যদি USB Debugging option enable করা থাকে। তাহলে এই উপায়টি ব্যবহার করা যাবে। এটির জন্য আপনার phone টি কে আপনার personal computer এ connect করতে হবে, ADB এর মাধ্যমে। এরপর Command Prompt Open করুন এবং Command Type করুন adb shell rm /data/system/gesture.key, type করার পর enter দিন। phone reboot হবে এবং lock screen ও বদলাতে পারবেন।
পঞ্চম উপায়ঃ Find My Mobile service Samsung phone যদি ব্যবহার করে থাকেন, তাহলে এই উপায়টি কাজে লাগবে।
প্রথম ধাপ - Samsung account এ Login থাকতে হবে।
দ্বিতীয় ধাপ - Lock My Screen option এ Click করুন।
তৃতীয় ধাপ - নতুন PIN দিন এবং lock button এ click করুন।
চতুর্থ ধাপ - PIN বদলে যাবে। এবার নতুন PIN দিলেই Lock টি খুলে যাবে।
”ধন্যবাদ”
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.