সহজেই জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার করুন


ব্যালেন্স ট্রান্সফারের নতুন নিয়ম যোগ করেছে গ্রামীণফোন এখন থেকে নতুন গ্রাহকদের ব্যালেন্স ট্রান্সফারের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হবে না। নতুন SIM-এ ব্যালেন্স ট্রান্সফারের বিল্ট-ইন অপশন থাকছে।

এবার জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার করুন; জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার করুন, এবার জিপি টু জিপি ব্যালেন্স ট্রান্সফার, এবার জিপি টু জিপি, ব্যালেন্স ট্রান্সফার, জিপি টু জিপি,
বর্তমান গ্রাহকদের আগের নিয়মেই ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। SIM-এ বিল্ট-ইন অপশন পাবার জন্য আপনাকে নতুন SIM নিতে হবে

পুরাতন পদ্বতিতে রেজিস্টার করার জন্য

হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন REGI
পাঠিয়ে দিন1000 নম্বরে
ফিরতি এসএমএস-এ আপনাকে ব্যালেন্স ট্রান্সফারের জন্য নতুন PIN কোড নম্বর জানিয়ে দেয়া হবে।

ব্যালেন্স ট্রান্সফার করার জন্য

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BTR <স্পেস> **** (PIN) <স্পেস> 0171***(মোবাইল নম্বর) <স্পেস> 100 (টাকার পরিমাণ) এক্ষেত্রে কখনো সংখ্যার পর কোন ডট (বিন্দু) বা Tk. বা 00 দেবেন না।
মেসেজটি পাঠিয়ে দিন 1000 নম্বরে।

ফিরতি এসএমএস আপনাকে জানিয়ে দেবে যে আপনার নির্দেশিত নম্বরে নির্দেশিত পরিমাণ টাকা পাঠিয়ে দেয়া হয়েছে। টাকা পাওয়ার পর প্রাপকের মোট কত ব্যালেন্স হলো, তাও আপনাকে জানিয়ে দেয়া হবে।

প্রাপকের কাছেও একটি মেসেজ এসে জানিয়ে দেবে যে তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে এবং তার অ্যাকাউন্ট ব্যালেন্স কত টাকা।

PIN নম্বর পরিবর্তন করার জন্য

হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CPIN <স্পেস> পুরনো PIN নম্বর <স্পেস> নতুন PIN নম্বর <স্পেস> আবারো নতুন PIN নম্বর।
যেমন: CPIN 1234 4321 4321
পাঠিয়ে দিন 1000 নম্বরে।


ব্যালেন্স ট্রান্সফারের নতুন নিয়ম নতুন SIM-এর জন্য

হ্যান্ডসেটের ট্রান্সফার ব্যালেন্স অপশনে যান, প্রাপকের মোবাইল নম্বর দিন, মোবাইল নম্বরটি কনফার্ম করুন, কত টাকা পাঠাতে চান তা টাইপ করুন, টাকার পরিমাণ কনফার্ম করুন, PIN নম্বরটি দিন।

নতুন SIM-এ PIN নম্বর পরিবর্তনের নিয়ম

পুরনো PIN নম্বর দিন, নতুন PIN নম্বর দিন, নতুন PIN রেজিস্ট্রেশন কনফার্ম করুন।


বিদ্র: উল্লেখ্য যে দুই পদ্বতিতেই টাকা পাঠানো বা গ্রহনের ক্ষেত্রে দুজনের কাছ থেকে তিন টাকা করে কেটে নেওয়া হবে এবং উল্লেখ্য যে ৫০ টাকার নিচে ব্যালেন্স ট্রান্সফার গ্রহনযোগ্য নয়
Share:

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.