Wifi পাসওয়ার্ড হ্যাক করার জন্য ৩ টি পেইড সিক্রেট অ্যাপ।

Wifi পাসওয়ার্ড হ্যাক করার জন্য ৩ টি পেইড সিক্রেট অ্যাপ।


Wi-Fi password hacked, wifi,

Wifi কি?

সহজ ভাষায় WiFi হচ্ছে তার বিহীন ইন্টারনেট সুবিধা। আপনি আপনার বাসায়/অফিস এ সুনির্ধারিত WiFi Device ব্যবহার করে ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তার portability। অধিকাংশ ল্যাপটপ এবং এন্ড্রোয়েড ফোনে আজকাল এই সুবিধা থাকে।
WiFi নেটওয়ার্কের আওতাধীন থাকা অবস্থায় আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন। অর্থাৎ আপনি একই সাথে একই রুমে একাধিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন শুধুমাত্র একটি ডিভাইস ব্যবহার করে। এই ডিভাইসটিকে বলা হয় রাউটার।

Wi-Fi অথবা Wireless Fidelity একটি স্বাধীন নেটওয়ার্ক যা আপনাকে বাড়ীতে, হোটেল রুম,কনফারেন্স রুম সর্বত্রই তারবিহীন অবস্থায় নেটওয়ার্ক (এরিয়াভিত্তিক অথবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন্টারনেট নেটওয়ার্ক) জগতে প্রবেশের অনুমতি দেয়।এই ওয়াই-ফাই একটি ওয়্যারলেস টেকনোলজি যা সেলফোনের মতো কাজ করে।
ওয়াই-ফাই যে কোন স্থানে বেইজ স্টেশনের আওতায় আপনার কম্পিউটারকে দ্রুততা সম্পন্নভাবে ডেটা আদান-প্রদানে কার্যক্ষম রাখে দ্রুতগতি সম্পন্ন ক্যাবল মডেমের তুলনায়। আপনার কম্পিউটার একটি ওয়াই-ফাই সার্টিফাইড রেডিও(একটি পিসি কার্ড অথবা সমজাতীয় ডিভাইস) -এর সহিত কনফিগার করা হলে তা যে কোন স্থানে একটি প্রকৃত স্বাধীন কানেকশন প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। 
এই হচ্ছে ওয়াই-ফাই, ওয়্যারলেস টেকনোলজি আপনার সমগ্র অফিস স্থানান্তর ছাড়াই, নেটওয়ার্কিং ইনস্টল-এর ইনভেস্টমেন্টের কোন ঘাটতি ছাড়াই এমনকি অতিরিক্ত স্টাফ ছাড়াই ওয়াই-ফাই টেকনোলজিতে সংযুক্ত হতে পারেন।

Wifi হ্যাক করতে হলে যা করতে হবে

যেকেনো স্থানে ওয়াই-ফাই থাকলে আপনি কানেক্ট করতে পারবেন। আর তাই কানেক্ট করতে হলে আপনাকে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড জানতে হবে। আর না হয় হ্যাক করতে হবে। এই জন্য আপনাকে এই তিনটি এপ্স ব্যবহার করতে হবে।

ডাউনলোড করার নিয়মঃ [ ছবি দেখুন ]


wifi hacking three secret apps download system

নিয়ে নিন ওয়াইফাই হ্যাক করার ৩ টি সিক্রেট পেইড এপ্স


1. Apps Name : WiFi WPS Unlocker Pro                 size : 3.6 MB

2. Apps Name :  WiFi Password Pro                                  size : 3 MB

3. Apps Name : WiFi Map Password Hack Pro          size : 33.2 MB


আশা করি সকলের কাছে ভালো লাগবে এবং সবাই কাজ করতে পারবেন।

Share:

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.