এবার আপনিও জানতে পারবেন যে আপনার WordPress Site এ Theme এর মধ্যে কোন সমস্যা আছে কিনা।

এবার আপনিও জানতে পারবেন যে আপনার WordPress Site এর Theme এর মধ্যে কোন  সমস্যা আছে কিনা।

wordpress plagun, wordpress, wordpress image

আমরা অনেকে Free Theme ব্যবহার করি আবার অনেকে Premium Theme ব্যবহার করি। কিন্তু আমরা জানি না যে আমাদের Theme এর মধ্যে Malware আছে কিনা। অথবা আমাদের Theme এর মধ্যে কোন প্রকার Malicious Code আছে বা নাই তা আমরা জানি না। তাই আমাদেরকে এগুলো Check করা খুবই দরকার।

আমরা যদি এগুলো Check করা ছাড়া ব্যবহার করি। তাহলে আমাদের Site টি কঠিন বিপদের কবলে পরতে পারে। যেমন : Hack হতে পারে অথবা Malware এর কারনে Search engine থেকে Google আমাদের Site টিকে বহিষ্কার করে দিতে পারে।

যার ফলে আমাদের Site এর মধ্যে কোন Visitor আসবে না এবং আমাদের ‍Site এর Rank কমে যাবে। তাই আমাদেরকে অবশ্যই theme Check করে তা ব্যবহার করা খুবই দরকার। আর এর জন্য আপনাকে একটি Plugin ব্যবহার করতে হবে। এতে করে আপনি জানতে পারবেন যে আপনার Site এর theme এ কোন Problem আছে কিনা।

Plugin টির নাম হল - Theme Authenticity Checker (TAC). আপনি Plugin টি দুই ভাবে Install করতে পারবেন।

যেমন ঃ

১। Google থেকে Search দিয়ে Download করার পর Install করতে পারবেন। অথবা

২। WordPress থেকে Plugin Option এ গিয়ে Direct Install করতে পারবেন।

এবার Plugin টি Activate করুন। তারপর আপনি “Appearance” এ গিয়ে “TAC” নামে একটি Tab দেখতে পাবেন। এবার আপনি ঐ Tab এ Click করার পর যে window আসবে। সেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার theme টি ঝুঁকিপূর্ণ কিনা। তারা আপনাকে Message মাধ্যমে বলে ‍দিবে। আপনি সেখান থেকে theme সম্পর্কে সকল কিছু বুঝতে পারবেন।

ভালে থাকুন, সুস্থ থাকুন এবং Tips Zone Tuners এর পাশে থাকুন...

”ধন্যবাদ”
Share:

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.