আশা করি সবাই ভাল আছেন ,আমিও ভাল আছি
সবাইকে জানাই Happy New Year2018 এর শুভেচ্ছা
আজ দেখাব কিভাবে একটি পিকচার বা ছবি সহজে ইচ্ছে মত যকোন সাইজে বাড়াতে বা কমাতে পারবেন। এই কাজটি সম্পূন ইন্টারনেটের মাধ্যমে করতে হবে।
নিচের লিংক এ গিয়ে কাজটি করতে হবে
http://www.picresize.com/
এই সাইটে অনেক রকম কাজ করা যায় এর টুল সেকশনের মাধ্যমে তাছাড়া সরাসরি যকোন ছবির URLথেকেও Resizeকরা যায়।
আপনার কাঙ্খিত ছবিটি যদি আপনার মোবাইল বা কম্পিউটার এ থাকে তাহলে সরাসরি Browse এ ক্লিক করে আপনার ছবিটি আপলোড করে Continue তে ক্লিক করতে হবে।
নিচের ছবি অনুযায়ী কাজ করুন
তারপর আপনার ইচ্ছেমত Crop বা Effectঅনেক কিছু করতে পারবেন এগুলো করে একটি নির্দিষ্ট Size দিন।আপনি চাইলে Customize এ গিয়ে ইচ্ছেমত Sizeকমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন।
এবার Save Asঅপশন এ গিয়ে যেকোন একটি ইমেজ ফরম্যাটে এবং কোয়ালিটি বা সাইজ বসিয়ে Doneএ ক্লিক করে তারপর Save to diskএ ক্লিক করে সেভ করুন।
আপনারা চাইলে Save to webএ ক্লিক করে সরাসরি শেয়ার এবং View imageএ সরাসরি ছবি টি দেখতে পারেন।
সবাইকে ধন্যবান জানাচ্ছি টিউনটি পড়ার জন্য। আশা করি সবার ভাল লেগেছে ,
আজকে এই পর্যন্ত,পরের টিউনে আবার দেখা হবে।
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.