যেভাবে Localhost এ Joomla install করতে হয়। যারা জানেন না তাদের জন্য আমার আজকের টিউন।

যেভাবে Localhost এ Joomla install করতে হয়। যারা জানেন না তাদের জন্য আমার আজকের টিউন।

joomla localhost install system, joomla localhost, joomla localhost install, how can joomla localhost install,

Joomla Localhost এ Install করে আপনি ইন্টারনেটের কানেক্ট  ছাড়াই বাসায় বসে শিখতে পারবেন এবং কাজ করতে পারবেন।

তার জন্য আপনার যে সকল উপকরন লাগবে তা হলঃ

ক. একটা PC লাগবে।

খ.  Xampp/ Wamp Software লাগবে। এবং

গ. Joomla CMS ফাইল লাগবে।

Xampp/ Wamp software টি Download করতে এই এই লিঙ্ক থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোন Size/Version Download ডাউনলোড করুন।

Joomla CMS ফাইল Download করতে এই লিঙ্ক থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোন Package Download ডাউনলোড করুন।

প্রথমে আপনাকে Joomla CMS ফাইলটি Extract করতে হবে। এরপর আপনাকে যে কোন একটি ব্যবহার করতে হবে। আমি আপনাকে Xampp Software এর কাজ দেখাবো। তাহলে ধরে নিলাম Xampp Software টি Install দিলেন।

এবার দেখুন আপনার PC এর C-drive  Xampp নামে একটি Folder তৈরি হয়ে গেছে। এবার আপনি Folder টির মধ্যে ক্লিক করুন। এবং আবার দেখবেন যে htdocs নামে আরেকটি Folder আছে। আবার ঐ Folder টির মধ্যে ক্লিক করুন।এখন আপনি দেখবেন Xampp এর একটি Shortcut তৈরি হয়েছে। এবার ঐখানে ক্লিক করলে Xampp control panel নামে একটি Window Open হবে। এবার আপনাকে Apache and MySql এ দুটিতে টিক দিন।

joomla localhost install system, joomla localhost, joomla localhost install, how can joomla localhost install,


এবার আপনাকে যা করতে হবে। তা হল আপনার Extract করা Joomla এর File গুলো Copy করে htdocs এর ভিতরে একটি Folder তৈরি করতে হবে। যেমন ধরেন আপনার নাম দিলেন tipszone
এবার ঐখানে Paste করেন।

joomla localhost install system, joomla localhost, joomla localhost install, how can joomla localhost install,

বি.দ্রঃ মনে রাখতে হবে Folder নয় Joomla এর ভিতরে যে File গুলো আছে শুধু ঐ File গুলো Copy করতে হবে।

এবার যেকোনো Browser Open করুন। আমাদের কাজ হল একটা Database Name তৈরি করা। এর জন্য আপনার Browser এর Address bar এ গিয়ে লিখুন http://localhost/xampp এবং Enter Press করুন। এরপর দেখবেন PHP My Admin নামে একটা Option আছে ঐখানে ক্লিক করুন। মনে করেন আপনি Database এর নাম দিলেন joomla এবং create এ ক্লিক করুন।


joomla localhost install system, joomla localhost, joomla localhost install, how can joomla localhost install,

এবার Address bar এ গিয়ে লিখুন http://localhost/tipszone/ এবং Enter Press করুন। প্রথম আপনাকে লিখতে হবে localhost এরপর Slash দিয়ে আপনি যে নামে Folder তৈরি করেছেন ঠিক htdocs এর ভিতরে ঐ নাম দিতে হবে। এবার স্ক্রিনশটেরমত Window open হবে।  ঐখানে আপানার Site এর Language নির্বাচন করে next বাটনে ক্লিক করতে হবে।

joomla localhost install system, joomla localhost, joomla localhost install, how can joomla localhost install,

এরপরে  আপনাকে আর কিছু পরিবর্তন করতে হবে না শুধু Next বাটন এ ক্লিক করুন। স্ক্রিনশটে যেভাবে আছে ঠিক ঐভাবে পূরণ করুন।

Database hostname এর জায়গায় localhost দিন
User name এর জায়গায় root দিন
Password এর জায়গায় কোন কিছু লিখার দরকার নেই
এখানে Database Name এর জায়গায় আপনার Database এর নাম দিন।

এবং সর্বশেষ Table prefix এর এখানে srt121_ এর জায়গায় আপনাকে কঠিন কিছু ব্যবহার করতে হবে। কারন এটি আপনার Site এর Security এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাতে অন্য কেউ জানতে না পারে। Old database process এর জায়গায় Backup এ টিক দিন। এবার সব কিছু ভালেভাবে পূরণ হলে Next বাটন এ ক্লিক করুন।

joomla localhost install system, joomla localhost, joomla localhost install, how can joomla localhost install,


তারপর যে window আসবে ওখানে আর কিছু দেওয়ার দরকার নেই। এবার Next বাটন এ ক্লিক করুন। এবার নিচের স্ক্রিনশটের দিকে লক্ষ করুন। দেখুন এখানে Site এর নাম হিসেবে আপনার ব্যবহৃত নামটি দিবেন এবং User name দিন তবে মনে রাখবেন User name কখনো Admin এর নাম দেওয়া যাবে না, যেকোন একটা কঠিন নাম দেন, Password দেন, Email দেন।

সবকিছু করার পর Install sample data তে ক্লিক করার পর Next বাটনে ক্লিক করুন। আপনি যখন Install sample data তে ক্লিক করবেন তখন এখানে Demo Content গুলো থাকবে আর না দিলে কিছুই থাকবেনা।

joomla localhost install system, joomla localhost, joomla localhost install, how can joomla localhost install,


এবার আপনাকে Remove Installation Folder এ ক্লিক করতে হবে। কারন আপনি যদি ক্লিক না করে Site এ প্রবেশ করেন তাহলে আবার নতুন করে ইন্সটল হবে। তাই আপনাকে অবশ্যই Remove Installation Folder Option এ ক্লিক করতে হবে।

joomla localhost install system, joomla localhost, joomla localhost install, how can joomla localhost install,


উপরে দেখুন Site এবং Administrator নামে দুটি Menu আছে ঐখান থেকে Site এ যেতে চাইলে Site এর মধ্যে ক্লিক করুন অথবা Admin panel এ যেতে চাইলে Administrator এ ক্লিক করুন।
Admin panel এ আপনার User name, Password ‍দিয়ে Login করুন।

পরে Login করতে হলে আপনাকে Addressbar  এ  http://localhost/tipszone/administrator Type করে enter Press করলে Login করতে পারবেন। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

বি.দ্রঃ tipszone পরিবর্তন করে আপনারটি দিন।


”ধন্যবাদ”
Share:

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.