Droid VPN দিয়ে Grameenphone sim -এ ফ্রি নেট চালান সাথে স্পিড বাড়ানোর কৌশল
উপরের লিংকে ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে। ঐখান থেকে Proxy Server List এ ক্লিক করুন।
তারপর অনেকগুলো Proxy Server/IP দেখতে পাবেন। ডান পাশে যেটাতে সবুজ কালার ফুল/সম্পূর্ণ থাকবে ঐটার বামপাশ থেকে Proxy IP টা এবং Proxy Port টা কপি করুন।
এবার কপি করা হলে, DroidVPN এ গিয়ে Settings এ যান। এরপর Settings থেকে Proxy Settings এ যান।
এবার Enable Proxy On করে দিন।
এরপর Proxy Type এ ক্লিক করে Http করে দিন।
এবার Proxy Host এ ক্লিক করুন। এখন proxynova.com থেকে কপি করা Proxy IP টা বসিয়ে দিন। তবে মনে রাখবেন proxy ip টার নিচে যেন ফাঁকা লাইন না থাকে।
Proxy ip এর নিচের লাইনে ফাঁকা থাকলে তা কেটে দিয়ে OK চাপুন।
এখন Proxy Port এ ক্লিক করে proxynova.com থেকে কপি করা Proxy Port টা বসিয়ে দিয়ে OK চাপুন।
এবার DroidVPN এর হোমে এসে কান্নেক্ট এ ক্লিক করুন।
এবার স্পিড বাড়ানোর কৌশল দেখুন ঃ
Hspa+ অ্যাপের একটি সেটিংস দিয়ে ফ্রি নেটের স্পিডটা একটু বাড়াতে পারবেন। তাছাড়া হালকা ডিসকান্নেক্ট সমস্যার সমাধানও পাবেন। তবে একেবারে যে, ডিসকান্নেক্ট হবে না, তা নয় কিন্তু।
প্রথমে Hspa+ অ্যাপটি Download করুন।
এরপর Hspa+ অ্যাপটি ওপেন করুন।
ওপেন করার পর দেখুন উপরে ডান কোণায় Settings আইকনে ক্লিক করুন।
তারপর After Which ping load again first p.. তে ক্লিক করুন।
তারপর 1000ms করে দিন।
এবার Host এ ক্লিক করুন।
এবার ya.ru দেয়া থাকবে। এখানে google.com দিয়ে দিন।
তবে মনে রাখবেন, লাইনে যেন কোনো ফাঁকা না থাকে। অর্থাৎ google.com লেখাটার পর যেন ২য় লাইনে cursor টা না যায়।
সেটিংস করা শেষ! এবার Hspa+ connect দিয়ে অ্যাপটা মিনিমাইজ করুন।
আর ফ্রি নেট চালাতে থাকুন স্পিডে এবং হালকা ডিসকান্নেক্ট সমস্যার সমাধান পাবেন।
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.